১০ মাস আগে নদীতে আইফোনটা পড়ে গিয়েছিল। সেই ফোন যে আর পাওয়া যাবে তার আশাও ছেড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ওই যুবক। তবে শুধু ফোন পাওয়াই নয়, ফোনটি চালু করাও সম্ভব হয়েছে। বিশ্বাস হচ্ছে না? একেবারে সত্যি ঘটনা। বিবিসির রিপোর্ট অনুসারে ইংল্যান্ডের ওই যুবক ওয়েন ডেভিসের ফোনটি নদীতে পড়ে গিয়েছিল। একটি ব্যাচেলার পার্টিতে গিয়ে তাঁর ফোন নদীতে পড়ে যায়।
২০২১ সালের আগস্ট মাসে নদীতে ফোন পড়ে গিয়েছিলে। তার প্রায় ১০ মাস বাদে তিনি ফোনের খোঁজ পেলেন। মিগুয়েল পাচিও নামক এক যুবক ফোনটি নদী থেকে কুড়িয়ে পেয়েছিলেন। এমনকী ফোনটি শুকোনর পরে তিনি ফেসবুকেও এনিয়ে পোস্ট করেন।
ওই যুবক বিবিসিকে জানিয়েছেন, আমি বুঝতেই পারিনি ফোনটি ভালো আছে। একেবারে জলে ভর্তি হয়েছিল ফোনটি। তবে ফোনটি চালু হবে না এটা ধরে নিয়েই তিনি চেষ্টাটা চালু রাখেন। তাঁর মনে হয়েছিল ফোনের ভেতরে অনেক ছবি আছে, যে ছবি আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে থাকে।
এরপর ফোনটিকে চার্জ দিতে গিয়ে তিনি যা দেখলেন তা নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। চার্জ দেওয়ার পর তিনি দেখেন ফোনটি চার্জ হচ্ছে আর তারপর ফোনটি চালু করে তিনি দেখেন একজন নারী পুরুষের ছবি সেই ফোনে রয়েছে। তারিখ লেখা রয়েছে ১৩ আগস্ট। অর্থাৎ যেদিন ফোনটি হারিয়েছিল।
ফেসবুকে ফোনের ছবি পোস্ট করার পরে তা বহু শেয়ার হয়। তবে ডেভিস আবার ফেসবুক ব্যবহার করেন না। তবে অন্য় এক বন্ধুর কাছ থেকে তিনি ফোনের ব্যাপারে জানতে পারেন। কিন্তু নদীতে ১০ মাস পড়ে থাকার পরেও কীভাবে জীবিত থাকল ফোন?
iPhone এর সাম্প্রতিক কিছু মডেল IP68 রেটেড। এগুলি পরিষ্কার জলে ৩০ মিনিট পর্যন্ত ঠিক থাকে। তবে ডেভিসের বেলায় একেবারে মিরাকেল হয়ে গেল।