
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দিল্লিতে জি-২০ সামিটের আর বেশিদিন নেই। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রাজধানী। ভিভিআইপিরা আসবেন। তার আগে আয়োজন তুঙ্গে। আর সেই পরিস্থিতিতে এবার রাজধানীতে লাক্সারি কারের ভাড়া একেবারে আকাশছোঁয়া হয়ে গেল। মূলত ভিআইপিদের জন্য এই ধরনের বিলাসবহুল গাড়ি লাগে। আর সেই গাড়ির ভাড়া ক্রমেই বাড়ছে বলে খবর। এমনকী এক দিনের জন্য লাক্সারি কারের ভাড়া হাঁকছে ১ লাখ টাকা। কারণ একটা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিদেশ থেকে অভ্যাগতরা আসবেন। তাঁদের জন্যই এই বিলাসবহুল গাড়ির এত ভাড়়া।
একাধিক মিডিয়া রিপোর্ট বলছে লাক্সারি কারের মধ্যে মার্সিডিজের ভাড়া সবথেকে বেশি। মার্সিডিজের ভাড়া প্রতিদিনের জন্য ধার্য্য করা হয়েছে ১ লাখ টাকা। খবর ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে। আর এই গাড়ির চাহিদা সবথেকে বেশি। মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি গাড়ির চাহিদা ব্যপক।
মার্সিডিজ গাড়ি যদি আট ঘণ্টার জন্য বুক করা হয় তবে দিতে হবে ৬০,০০০ টাকা। আর যদি সেই গাড়ি সারা দিনের জন্য ভাড়া নেওয়া হয় তবে ভাড়া দিতে হবে ১ লাখ টাকা। কিন্তু এই সব গাড়ির জন্য তো যেকোনও ড্রাইভার দিলে হবে না। কারণ যাঁরা এই গাড়ি চাপবেন তাঁরা ভিভিআইপি। সেকারণে চালক যাতে অত্যন্ত ভদ্র ও মার্জিত হন সেটা দেখা হচ্ছে। তিনি যাতে হিন্দি ও ইংরাজি দুটি ভাষাই বলতে ও বুঝতে পারেন সেটাও জরুরী। কারণ বিদেশিরা অনেকেই হিন্দি বোঝেন না।
কার্যত সাজিয়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। জি-২০ এর আসর। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি, ব্রিটেন, আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অতিথিরা আসবেন। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মোতায়েন করা হচ্ছে এনএসজি কমান্ডোদের। হেলিপ্যাডেরও ব্যবস্থা করা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে সব ব্যবস্থা করা যায় তারই উদ্যোগ।
৳7,777 IPL 2025 Sports Bonus