
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
LPG Price: আগামী ১ জুলাই থেকে এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে? সেই প্রশ্নই এখন আমজনতার মনে। নতুন মাসে পরিস্থিতি কী দাঁড়াবে তাই নিয়ে চিন্তিত মধ্যবিত্তরা।
এলপিজি সিলিন্ডারের দাম কমবে বাড়বে নাকি পুরনো দামেই পাওয়া যাবে? আগামী ১ জুলাই মিলবে তার উত্তর। ওয়াকিবহাল মহলের ধারণা, ১ জুলাই কিছুটা হলেও বাড়তে পারে দাম। এখনই বেশিরভাগ শহরে এলপিজি সিলিন্ডার এখন ১০০০ টাকার উপরে।
শহর অনুযায়ী বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম
দিল্লি - ১,০০৩
মুম্বই - ১,০০৩
কলকাতা - ১,০২৯
চেন্নাই - ১,০১৯
লখনউ - ১,০৪১
জয়পুর - ১,০০৭
পাটনা - ১,০৯৩
ইন্দোর - ১,০৩১
আহমেদাবাদ - ১,০১০
পুনে - ১,০০৬
গোরখপুর - ১০১২
ভোপাল - ১০০৯
আগ্রা - ১০১৬
রাঁচি - ১০৬১
সূত্র: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
দিল্লিতে গত এক বছরে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৮৩৪.৫০ টাকা থেকে বেড়ে ১০০৩ টাকা হয়েছে। ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম সর্বশেষ ৪ টাকা বৃদ্ধি করা হয়েছিল (১৯ মে ২০২২)।
এর আগে ৭ মে দিল্লিতে সিলিন্ডার প্রতি ৯৯৯.৫০ টাকা দাম ছিল। তার আগে ২২ মার্চ, ২০২২-এ ৯৪৯.৫০ টাকা দর ছিল গ্যাসের। সেই তুলনায় ৭ মে এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। ২২ মার্চ নাগাদও কিন্তু সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছিল। এর আগে, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, দিল্লিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮৯৯.৫০ টাকা।
আগামী ১ জুলাই থেকে আরও বেশ কিছু ক্ষেত্রে বদল আসবে। আপনার পকেটে প্রভাব পড়তে পারে এই পরিবর্তনগুলি থেকে। কী কী পরিবর্তন? জানতে হলে এইখানে ক্লিক করুন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports