পঞ্জাবের পাতিয়ালার নাভাতে ২০১৬ সালের ২৭ নভেম্বর কার্যত তাণ্ডব ঘটানো হয়। ঘটনার সময় সেদিন সকাল ৯ টা। ২৪ জন সশস্ত্র আততায়ী সেদিন পাতিয়ালার উচ্চ নিরাপত্তা সম্পন্ন নাভা জেলে হামলা করে। গার্ডদের থেকে অস্ত্র ছিনিয়ে সেদিন মোট ৬ কুখ্যাত অপারেটিভ, গ্যাংস্টার জেল থেকে নিয়ে পালায় দুষ্কৃতীরা। যে ৬ জন সেদিন জেল ভেঙে পালিয়েছিল তারমধ্যে ছিল খলিস্তানি অপারেটিভ কাশ্মীর সিং। সদ্য তাকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে এনআইএ।
২০১৬ সালে নাভা জেল থেকে যে ৬ জনকে নিয়ে পালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা তারমধ্যে ছিল কেএলএফ প্রধান হারমিন্দর সিং মিন্টু, যাকে পরে ধরা হয় আর সে ২০১৮ সালে নাভা জলেই মারা যায়। ছিল অমনদীপ ধোতিয়ান, গুলপ্রীত সিখোঁ, কুলপ্রীত নীতা দেওল। আর ছিল গ্যাংস্টার ভিকি গৌন্দের, যাকে ২০১৮ সালে এনকাউন্টারে নিকেশ করা হয়। আর এবার ধরা পড়ল, সেই নাভা জেল থেকে পালানো খলিস্তানি অপারেটিভ কাশ্মীর সিং। জানা গিয়েছে, খলিস্তানি লিবারেশন ফ্রন্টের অন্যতম সদস্য এই কাশ্মীর সিং। তাকে গত ৮ বছর ধরে খুঁজে চলেছিল এনআইএ। পঞ্জাব সহ বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি সংক্রান্ত ঘটনায় রয়েছে এই খলিস্তানির যোগ। বহুদিন ধরেই সে ছিল ওয়ান্টেড। উল্লেখ্য, তাকে এবার এই নাভা জেলেই আনা হচ্ছে।
( ভারত-পাক সশস্ত্র সংঘাতের বছর ২০২৫এ মা দুর্গার আগমন, গমন কীসে? কোন ইঙ্গিত লুকিয়ে!)
( খেলা ঘোরাবেন বুধ, গুরু, সূর্য! অর্থে, সমৃদ্ধিতে ভাগ্যে সোনার চমক আসছে ৩ রাশির)
২০১৬ সালে নাভা জেল ভাঙা কাণ্ডে দুই অফিসার সহ ২২ জনকে অভিযোগের তালিকায় রাখে কোর্টের রায়। ঘটনার মাস্চারমাইন্ড রমনজিৎ সিং রোমিকে ২০১৪ সালে হংকং থেকে প্রত্যর্পণ করা হয়। তাকেও নাভা জেলে আনার আগে অমৃতসরের জেলে রাখা হয়। আর এরপরই ২০২৫ সালে এল কাশ্মীর সিংয়ের গ্রেফতারির খবর। নাভার পুলিশের তরফে মনদীপ কৌর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যাচ্ছে, জেল ভেঙে পালিয়ে বহু খলিস্তানি নেতার সঙ্গে সংযোগে ছিল কাশ্মীরের। তাদের মধ্যে অন্যতম হল বিদেশে থাকা বব্বর খালসা নেতা হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্দা। উল্লেখ্য, বব্বর খালসা ইন্টারন্যাশনাল শিবিরের রিন্দা গ্যাং খলিস্তানি নাশকতার তাবড় নাম। যারা নেপালে সক্রিয় বলে জানা যায়। আর সেই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কাশ্মীর সিংয়ের গ্রেফতারি, এনআইএর কাছে বড় সাফল্য। খলিস্তানি জঙ্গিদের থাকা খাওয়ার ব্যবস্থার দায়িত্বে এই কাশ্মীর সিংয়ের নাম বারবার উঠে আসে। পঞ্জাবের গোয়েন্দা হেডকোয়ার্টারে হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে কাশ্মীর সিংয়ের বিরুদ্ধে। ২০২২ সালে খলিস্তানি জঙ্গি নাশকতার ষড়যন্ত্রেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে কাশ্মীর সিংয়ের বিরুদ্ধে।