জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিজের অবস্থান পাল্টাতে থাকে। এদিকে, জ্যোতিষশাস্ত্র অনুসারে গোচর করে, ত্রিগ্রহী যোগ আর চতুর্গ্রহী যোগ তৈরি করে থাকেন বুধদেব। আর সেই বুধদেব বহু সময়কাল পরে মিথুনে তৈরি করতে চলেছেন এই যোগ। একই সমে সূর্য আর গুরুও পাল্টাবেন অবস্থান। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে আসতে চলেছে সুসময়। একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। সামনেই রয়েছে বুধের মিথুনে গোচর। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কাদের ভাগ্যে কী প্রাপ্তি এরফলে? কবে রয়েছে গোচর? দেখে নিন।
বৃষ
ত্রিগ্রহী যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আনতে চলেছে ব্যাপক লাভ। এই সময় পেতে পারেন আকস্মিক লাভ। এই যোগে পাবেন বিশেষ লাভ। বহু চ্যালেঞ্জ পর পর মোকাবিলা করে জিতে যেতে পারবেন। সব সমস্যা থেকে পাবেন মুক্তি। ব্যবসায়ীরা পাবেন ভালো মুনাফা। নতুন ব্যবসায়িক সম্পর্ক হবে স্থাপন। আয়ের নতুন নতুন সম্পর্ক স্থাপিত হবে। আর্থিক পরিস্থিতি হবে মজবুত। আয়ের নতুন নতুন সুযোগ আসবে। পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে যাবে। সুখ শান্তি তৈরি থাকবে। সম্পর্কে প্রেম বেড়ে যাবে। বহু ধরনের ইচ্ছা পূরণ হবে।
( ভান্সের ফোন আসে মোদীর কাছে! 'সিজ ফায়ার' না হলে কী ঘটতে পারত? Report যা বলছে)
( হাঁটু গাড়ল পাকিস্তান? ভবিষ্যতে আলোচনার ‘হতে পারা’র কথা পাক মন্ত্রীর মুখে, কোন ৩ বিষয়!)
( বুদ্ধপূর্ণিমা ২০২৫র তিথি কবে, কখন শুরু? রয়েছে বহু শুভ যোগ! রইল পঞ্জিকামতে সময়কাল)
তুলা
এই যোগ আপনার ভাগ্যে আনতে চলেছে লাভ। আপনার ভাগ্যে এই সময় আসতে চলেছে প্রভূত লাভ। বহু দিক থেকে চমক আসে পারে আপনার ভাগ্যে। কোনও প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হতে পারে। সেই ব্যক্তিত্বরা আগে গিয়ে আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
সিংহ
আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হবে। আপনার কেরিয়ারে তুমুল উন্নতি দেখা যাবে। কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ পাবেন। কেরিয়ারে নতুন নতুন সুযোগ আসবে। আপনার কাজের প্রশংসা হবে। উচ্চ আধিকারিকদের থেকে আপনার প্রশংসা হবে। এই সময় বিনিয়োগ থেকে লাভ হবে।
কবে রয়েছে গোচর?
জুন মাসে শুরু হতে চলেছে বুধের গোচর। সেই সময় সূর্য যাবেন সিংহ রাশিতে। সুখ সমৃদ্ধির দাতা বৃহস্পতি যাবেন মিথুনে। এই তিন গ্রহ মিলে তৈরি করবে শক্তিশালী ত্রিগ্রহী যোগ।