'আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে আমরা শত্রু নই', ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে এমনই বার্তা দিলেন জো বাইডেন। পাশাপাশি তিনি আরও বলেন, 'আমেরিকায় বিরোধী মেটানো হয় ব্যালটে, বুলেটে নয়।' দেশকে এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে বাইডেন ওভাল অফিস থেকে ভিডিয়ো বার্তায় বললেন, 'আমরা সবাই একে অপরের প্রতিবেশী, আমরা বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা সবাই আমেরিকান নাগিক। আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।' (আরও পড়ুন: ১১৯ দিন পর আজ ডিএ মামলায় 'বড় বদল', তাহলে কি মুখে হাসি ফুটবে সরকারি কর্মীদের?)
আরও পড়ুন: '৩১% হারে দিতে হবে মহার্ঘ ভাতা…', ডিএ মামলায় ৬-১ ব্যবধানে এগিয়ে সরকারি কর্মীরা
বাইডেন বলেন, 'ট্রাম্প এখনও ভালো আছেন, সুস্থ আছে। এই কথা জানতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।' এদিকে থমাস ম্যাথিউ ক্রুকসের গুলিতে নিহত কোরি কম্পেরাটোরের আত্মার শান্তি কামনা করেন বাইডেন। এরপর বাইডেন বলেন, 'আমরা এখনও বন্দুকবাজের আসল উদ্দেশ্য জানি না।' এই আবহে আগেভাগেই ক্রুকসের উদ্দেশ্য সম্পর্কে জনমত তৈরির করতে বারণ করেন বাইডেন। প্রাক্তন প্রেসিডেন্টের কথায়, 'আমরা জানি, এক প্রাক্তন প্রেসিডেন্টকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে। একজন মার্কিন নাগরিক নিজের পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্যে নিহত হয়েছেন। তবে আমেরিকা এই পছে আর হাঁটবে না। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই সহিংসতাকে স্বাভাবিক ভাবে মেনে নেওয়া যায় না।'
আরও পড়ুন: রাজ্যের খরচ হবে ৪১৭৭০ কোটি, ডিএ মামলায় জয় পেলে কার পকেটে ঢুকবে কত? বুঝুন হিসেব
বাইডেন এরপর বলেন, 'নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা সবাই তত বড় পীক্ষার সম্মুখীন হচ্ছি। ক্রমেই এই নির্বাচনের সঙ্গে যুক্ত আবেগ আরও উগ্র আকার ধারণ করতে পারে। তবে আমাদের এই আবেগ যেন সহিংসতায় পরিণত না হয়।' এই আবহে 'ভুল তথ্য' থেকে বাঁচার জন্যে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম কর্মদিবসে ভিজবে কলকাতা, খামখেয়ালি মেঘের ডাকে কতটা বৃষ্টি হবে আজ?
উল্লেখ্য, পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা চলাকালীন গুলি চলে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে হামলাকারী বন্দুকবাজকে খতম করা হয় সঙ্গে সঙ্গেই। অপরদিকে এই গুলি চালানোর ঘটনায় জনসভায় আগত একজনের মৃত্যু হয়। আরও একজন গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভরতি আছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখে রক্তাক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে।