দিল্লি বিমানবন্দরের 'বিশৃঙ্খলতা' নিয়ে প্রায় খবর হয়ে থাকে। কয়েক লাখ বিমানযাত্রী দিল্লি এয়ারপোর্টে নিজেদের অভিজ্ঞতা নিয়ে অসন্তুষ্ট। এবার সেই অসন্তুষ্ট যাত্রীদের তালিকায় যোগ হল জম্মু ও কাশ্মীরের মুখ্যন্ত্রী ওমর আবদুল্লার নাম। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী শনিবার রাতে দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। দিল্লি বিমানবন্দরে খারাপ অবস্থার কারণে জম্মু থেকে দিল্লিগামী তাঁর বিমানটি জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এর কারণে গভীর রাত পর্যন্ত জয়পুর বিমানবন্দরে আটকে ছিলেন তিনি। ওমর আবদুল্লা রাত ১টা নাগাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি সেলফি শেয়ার করেন। সেখানে তাঁকে জয়পুর বিমানবন্দরে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। (আরও পড়ুন: কুলভূষণকে নিয়ে ফের নয়া বুলি, ২০১৯-এ ICJ-র 'থাপ্পড়ের' কথা ভুলে গেছে পাকিস্তান?)
আরও পড়ুন: মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে ধৃত পাশের গ্রামের জিয়াউল, মমতার তত্ত্ব ভাঙছে পুলিশই?
আরও পড়ুন: মহাকুম্ভে হামলা চালাতে চেয়েছিল মার্কিন মুলুকে ধৃত খলিস্তানি জঙ্গি: UP পুলিশ
ছবিটি শেয়ার করে ওমর আবদুল্লা লেখেন, 'দিল্লি বিমানবন্দর একটি 'শিট শো' (আমার ভাষার জন্য দুঃখিত তবে আমি এই মুহূর্তে ভদ্র হওয়ার মুডে নেই)। জম্মু থেকে ওড়ার তিন ঘণ্টা পর আমরা জয়পুরের দিকে যাত্রা শুরু করলাম এবং এখন রাত ১টায় আমি প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। এখান থেকে কখন এই বিমান ছাড়তে পারে, তা জানি না।' পরে বার্তাসংস্থা এএনআই-এর তরফ থেকে জানানো হয়, রাত ২টো নাগাদ জয়পুর থেকে দিল্লির উদ্দেশে টেকঅফ করে ওমর আবদুল্লার বিমান। এদিকে বিমানে ওমর আবদুল্লার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (আরও পড়ুন: দেশে 'ধর্মীয় যুদ্ধের' জন্য দায়ী সুপ্রিম কোর্ট? সাংসদের মন্তব্য নিয়ে কী বলল BJP)
এরপরই ওমর আবদুল্লার টুইটটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে ওঠে এবং অনেক ব্যবহারকারী দিল্লি বিমানবন্দরের অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ আবহাওয়াকে দায়ী করেছেন, আবার অনেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং সমন্বয়ের অভাবকেও টার্গেট করেছেন। যদিও এখনও পর্যন্ত দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফ থেকে বিমানের এই গতিপথ পরিবর্তন নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, খারাপ আবহাওয়া বা রানওয়ের যানজট এই ডাইভারশনের কারণ হতে পারে।