বাংলা নিউজ > ঘরে বাইরে > Iran Hijab Row: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে রাস্তায় নেমে হিজাব খুললেন শতাধিক
পরবর্তী খবর
ইরানে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। তবে সেই হিজাব না পরে রাস্তায় বেরিয়েছিলেন ২২ বছর বয়সিমাহশা আমিনি। আর এর জেরেই থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। চলে অকথ্য অত্যাচার। শেষে মৃত্যু হয় তাঁর। এই আবহে মাহশার মৃত্যুর প্রতিবাদে ইরানের রাস্তায় নেমে শ’য়ে শ’য়ে মহিলা নিজেদের হিজাব খুলে তা মাথার উপর ঘোরালেন। (আরও পড়ুন: ভাইরাল ৬০ ছাত্রীর স্নানের ভিডিয়ো! তুলকালাম বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে)