গত ১ মার্চ ইউক্রেনে মিসাইল হানায় নিহত হয়েছেন কর্ণাটকের ছাত্র নবীন এসজি। আর তাঁর দেহ আনা নিয়ে এবার বিতর্কিত কটু মন্তব্য করলেন কর্ণাটকের বিজেপি এমএলএ অরবিন্দ বেল্লাড়। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, 'সরকারের তরফ থেকে দেহ আনার ব্যাপারে অবশ্য়ই চেষ্টা রয়েছে। তবে একটি যুদ্ধ চলছে।তার মধ্যেই চেষ্টা চলছে। যদি সম্ভব হয় তবে দেহ আনা হবে। জীবিতদের আনাটা কঠিন। মৃতদেহ আনা আরও কঠিন। ফ্লাইটে দেহ আনতে অনেকটা জায়গা লাগে। একটি দেহের জন্য যে জায়গা দরকার লাগে সেই জায়গায় আটজন চেপে দেশে ফিরতে পারবেন।'
যে নবীন বাঙ্কারে থাকা বন্ধুদের জন্য খাবার কিনতে গিয়ে মিসাইল হানায় প্রাণ হারিয়েছিলেন তাঁর দেহ দেশে আনতেও এত কথা? প্রশ্ন তুলছেন অনেকেই। এদিকে নবীনের মা ছেলের দেহের জন্য় অপেক্ষা করছেন আজও। তিনি বলেন, ‘জীবিত অবস্থায় ছেলেকে আর দেখতে পাব না। অন্তত তার দেহটা ফেরৎ আনা হোক। ’
এদিকে বিজেপি বিধায়কের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেন, 'একজন বিধায়কের মুখে একথা মানায় না। বিজেপির এমপি, এমএলএরা এই ধরণের মন্তব্য করে অভ্যস্ত।' বিজেপি মুখপাত্র গণেশ কার্নিক জানিয়েছেন, ‘এটি দলের অবস্থান নয়। এটা তার ব্যক্তিগত মত।’