রবিবার দিনভর দিল্লি বিমানবন্দরে বিশৃঙ্খলার দৃশ্য ফুটে উঠেছে। ৪০০-র বেশি বিমান দেরিতে ছেড়েছে। ১০টি বিমান দিল্লিতে অবতরণ করতে না পেরে জয়পুরে ঘুরে গিয়েছিল। ২০টি বিমান আবার বাতিলও হয়েছিল। এই সবের মাঝে কোনও কোনও যাত্রী ধৈর্য ধরেই অপেক্ষা করেছেন। আবার কেউ কেউ ধৈর্য হারিয়েছেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ইন্ডিগোর এক যাত্রীর কীর্তি। বিমানেই সেই যাত্রী পাইলটের দিকে তেড়ে যান এবং তাঁকে মারেন। ঘটনার ভিডিয়োয় দেখা যায়, একজন পাইলট উড়ান বিলম্বের ঘোষণা করছেন। আর পিছন থেকে ধেয়ে এসে এক ব্যক্তি সেই পাইটকে উদ্দেশ্য করে কিল ঘুষি চালাতে থাকেন। তার কয়েকটা ক্যাপ্টেনের গায়ে লাগেও। এই ভিডিয়ো দেখে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ক্ষোভ ইন্ডিগোর ওপর, ক্ষমা চাইল উড়ান সংস্থা)
আরও পড়ুন: ঠান্ডায় জবুথবু বাংলা, কুয়াশাচ্ছন্ন সংক্রান্তিতে বদলাবে আবহাওয়া? বৃষ্টি কবে?
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, হলুদ হুডি পরা এক যুবক ক্যাপ্টেনকে মারছেন। এদিকে বিমানসেবিকাকে এরপর সেই যাত্রীর ওপর চেঁচাতে দেখা যায়। বিমানসেবিকা বলতে থাকেন, 'আপনি এটা করতে পারেন না।' তখন সেই যাত্রী পালটা জবাব দেন, 'আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমরা কি পাগল?' সেই ক্ষুব্ধ যাত্রীকে পরে অন্য এক যাত্রী শান্ত করে সেখান থেকে নিয়ে যান। জানা যায়, সেই উড়ানটির টেকঅফের জন্য যাত্রীরা নাকি ১৩ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। একাধিকবার এই উড়ানটির বিলম্ব ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে যে পাইলট এই বিমানের দায়িত্বে ছিলেন, তাঁর ডিউটির সময় শেষ হওয়ায় ছুটি হয়ে যায়। এরপর নতুন এক পাইলট আসেন। সেই পাইলটই আরও এক দফায় বিমানের দেরি হওয়ার ঘোষণা করছিলেন কেবিনে। সেই সময় পিছন থেকে উঠে এসে সেই যাত্রী পাইলটকে আক্রমণ করেন।