WB Weather Forecast in next 5 Days: ঠান্ডায় জবুথবু বাংলা, কুয়াশাচ্ছন্ন সংক্রান্তির পর বদল আবহাওয়ায়, মাঘের শুরুতেই বৃষ্টি
Updated: 15 Jan 2024, 08:56 AM IST Abhijit Chowdhury 15 Jan 2024 kolkata weather today, west bengal weather, rain forecast in west bengal, winter, kolkata temperature, fog, rain forecast in kolkata, rain forecast in south bengal, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়া, মকর সংক্রান্তিতে আবহাওয়া, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কুয়াশা, কলকাতায় কুয়াশা, দক্ষিণবঙ্গে কুয়াশা, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসপশ্চিমী ঝঞ্ঝা কাঁটা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ধাক্কায় ফের কিছুটা লাইনচ্যুত হবে শীত। এরই মাঝে এই বছরের পথম বৃষ্টিপাতের সাক্ষী থকতে চলেছে দক্ষিণবঙ্গ। মাঘের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
পরবর্তী ফটো গ্যালারি