বাংলা নিউজ > ঘরে বাইরে > India's Reply to Switzerland on Racism: ‘তোমাদের বর্ণবাদ দূর করতে সাহায্য করব’, ইউরোপীয় দেশকে মুখের ওপর বার্তা ভারতের
পরবর্তী খবর
রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতে সংখ্যালঘুদের সাথে আচরণ নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করেছিলেন সুইৎজারল্যান্ডের প্রতিনিধি। এরপরই ভারত পালটা জবাব দিল সুইৎজারল্যান্ডকে। ভারতকে 'সংখ্যালঘুদের সুরক্ষার' পরামর্শ দিয়েছিলেন সুইস দূত। এর জবাবে ইউরোপীয় দেশটিকে তাদের নিজের মাটিতে 'বর্ণবাদ, পদ্ধতিগত বৈষম্য এবং জেনোফোবিয়া' সম্পর্কে স্মরণ করিয়ে দেন ভারতীয় কূটনীতিক। অন্যের দিকে না তাকিয়ে নিজেদের সমস্যারর দিকে মনোনিবেশ করার জন্য সুইৎজারল্যান্ডের প্রতি আহ্বান জানায় ভারত। (আরও পড়ুন: ৯/১১ ভুললে চলবে না, রাষ্ট্রসংঘের মঞ্চে লাদেন খোঁচায় পাকিস্তানকে ধুলেন ভারতীয় দূত)