ডমিনিকান প্রজাতন্ত্রে বেড়াতে গিয়ে মার্কিননিবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীর নিখোঁজের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। গত সপ্তাহেই বন্ধুদের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই দেশে ঘুরতে গিয়েছিলেন তরুণী। গত বৃহস্পতিবার পুন্টা কানা শহরে সমুদ্রসৈকত থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি।ইতিমধ্যে নিখোঁজ ছাত্রীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। (আরও পড়ুন: আরও কাছাকাছি ঢাকা-ইসলামাবাদ? বাংলাদেশ সফরের পরিকল্পনা পাক উপপ্রধানমন্ত্রীর)
ডমিনিকান ন্যাশনাল এমার্জেন্সি সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, নিখোঁজ তরুণীর নাম সুদীক্ষা কোনাঙ্কি। ২০ বছর বয়সি ওই ভারতীয় বংশোদ্ভূত তরুণী মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বৃহস্পতিবার ভোরে পুন্টা কানার রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে তাঁকে শেষবারের জন্য দেখা গিয়েছিল। ছাত্রীর খোঁজে পুরোদমে তল্লাশি শুরু হলেও এখনও পর্যন্ত কোনও চিহ্ন মেলেনি তাঁর। ডমিনিকান ন্যাশনাল পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে নিখোঁজ হয়ে যান সুদীক্ষা। সমুদ্র সৈকতের অদূরে বসানো এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ভোরে এক ঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে ছিলেন সুদীক্ষাও। তারপর আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। সুদীক্ষার সঙ্গে ওই সময় যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে, সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে থাকতে পারেন ওই তরুণী। অপহৃত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডমিনিকান প্রজাতন্ত্রে নিখোঁজ ব্যক্তিদের অনলাইন এক পোস্টারেও সুদীক্ষার উল্লেখ রয়েছে। শেষবার তাঁকে যখন দেখা গিয়েছিল, তাঁর পরনে ছিল বাদামি বিকিনি, কানের দুল। ডান পায়ে ছিল নূপুর, হাতে ছিল নানা রঙের পুঁতির ব্রেসলেট। (আরও পড়ুন: ভারত-কানাডা সম্পর্ক কি জুড়বে মার্ক কার্নির আমলে? কী ভাবেন ট্রুডোর উত্তরসূরি)
আরও পড়ুন: ‘গত ২৪ ঘণ্টায়…’, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর
এদিকে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সুদীক্ষা কোনাঙ্কির পরিবারের পাশাপাশি ভার্জিনিয়ার লাউডাউন কাউন্টির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁকে খুঁজে পেতে এবং নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার জন্য সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বসন্তকালীন ছুটিতে সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সুদীক্ষা।
আরও পড়ুন: বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতের সেনাপ্রধান, বললেন...
অন্যদিকে, মেয়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছে সুদীক্ষার পরিবার। সুদীক্ষার বাবা সুব্বারায়ুদু কোনাঙ্কি জানিয়েছেন, পিটসবার্গে বসন্তের ছুটিতে পুন্টা কানা গিয়েছিল তাঁর মেয়ে। পড়াশোনাতেও বরাবরই ভাল ছিলেন সুদীক্ষা। বড় হয়ে ডাক্তার হতে চাইতেন। তিনি বলেন, ‘বুধবার মেয়ে তাঁর বন্ধুদের জানিয়েছিল যে সে রিসর্টে একটি পার্টিতে যাচ্ছে। ভোর ৪টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছিল মেয়ে। এর কিছুক্ষণ পর ওর বন্ধুরা ফিরে এলেও আমার মেয়ে আর ফিরে আসেনি।’ নিখোঁজ ছাত্রীর খোঁজে এখনও তল্লাশি চলছে।