মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই একের পর এক একগুঁয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যে সমস্ত পড়ুয়ারা ক্যাম্পাসে কোনও প্রতিবাদে অংশ নিয়েছে, বা সোশ্যাল মিডিয়ায় কোনও ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী’ পোস্ট শেয়ার করেছেন বা লাইক করেছে, তাদেরকে স্ব-নির্বাসনের ইমেল পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।এর মধ্যে কয়েকশো ভারতীয় শিক্ষার্থীও আছেন।এমনকি ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অপরাধের জন্য নিশানা করা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। এর প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সম্মুখ সমরে নামলেন এক ভারতীয় ছাত্র। (আরও পড়ুন: প্রকাশ্যে 'হিন্দু বিরোধী' ভাষণ পড়শি দেশের সেনা কর্তার, খসে পড়ল মুখোশ)
চলতি মাসেই এফ-১ স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়েছে 'মিশিগান পাবলিক ইউনিভার্সিটি’-র ভারতীয় ছাত্র চিন্ময় দেওরার। তারপরই তিনি এবং চিনের জিয়ানগিউন বু, কিউই ইয়াং এবং নেপালের যোগেশ জোশী মিলে হোমল্যান্ড সিকিউরিটি ও মার্কিন অভিবাসন দফতরের আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ‘ছাত্র অভিবাসী’-র মর্যাদা ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষার্থীরা। ওই পড়ুয়াদের অভিযোগ, কোনও নোটিশ বা ব্যাখ্যা ছাড়াই অবৈধভাবে ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম’ বা সেভিস-এ তাদের শিক্ষার্থী অভিবাসন মর্যাদা বাতিল করা হয়েছে। (আরও পড়ুন: চোখ খুলে ঘুমিয়ে পড়া বাংলাদেশের স্বপ্ন ভাঙবে এবার? বড় পরিকল্পনা ভারতের)
আরও পড়ুন: ওয়াকফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে SC-তে যাওয়া বিজয়ের বিরুদ্ধেই ফতোয়া, মৌলানা বললেন…
ভারতীয়-সহ চার শিক্ষার্থীর হয়ে মিশিগান পূর্ব জেলা আদালতে মামলাটি দায়ের করেছে ‘মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়ন’ বা এসিএলইউ। শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে পড়াশোনা শেষ করার জন্য আইনি মর্যাদা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, 'এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই। তাঁরা কোনও অভিবাসন আইন লঙ্ঘনও করেননি। কোনও রাজনৈতিক বিষয় নিয়ে ক্যাম্পাসে হওয়া বিক্ষোভে অংশও নেননি। খুব বেশি হলে, অতীতে কোনও সময়ে দ্রুতগতিতে গাড়ি চালানো বা ভুল জায়গায় গাড়ি পার্ক করার অপরাধে তাদের সতর্ক করা হয়েছিল।' ডিএইচএস শিক্ষার্থীদের বা তাদের ইউনিভার্সিটিকে এফ-১ ভিসা বাতিল করার জন্য কোনও ব্যাখ্যা দেয়নি। (আরও পড়ুন: টাইমের ১০০ প্রভাশালীর তালিকায় ইউনুস, নেই কোনও ভারতীয়, তবে আছে ভারত যোগ)
আরও পড়ুন: পাকিস্তানকে কাছে পেয়ে ভারতের সাথে 'শত্রুতা' বাংলাদেশের? ঢাকাকে হুঁশিয়ারি দিল্লির
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েক ডজন ভারতীয় শিক্ষার্থী তাদের কর্তৃপক্ষের কাছ থেকে ইমেল পেয়েছে, যেখানে বলা হয়েছে যে তাদের এফ-১ স্টুডেন্ট ভিসা আর বৈধ নয় এবং তাদের অবিলম্বে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর কারণ হিসেবে শিক্ষার্থীদের অতীতের ফৌজদারি অপরাধের উল্লেখ করা হয়েছে- মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে দোকানে চুরি। শিক্ষার্থীদের ইমেল পাঠিয়ে ‘সেল্ফ ডিপোর্ট’ অর্থাৎ ‘সিবিপি’ অ্যাপের মাধ্যমে স্ব-নির্বাসনের নির্দেশ দেওয়া হচ্ছে। তা না করলে, তাদেরকে জোর করে নির্বাসন দেবে ট্রাম্প প্রশাসন। তাদের ভবিষ্যতে আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নাও দেওয়া হতে পারে। অ্যারিজোনা, কর্নেল, টেক্সাস, কলোরাডো, নর্থ ক্যারোলিনা বা ওরিগন বিশ্ববিদ্যালয়ের বহু বিদেশি পড়ুয়াকেও ভিসা বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে। এরমধ্যে অনেকেই ছোটখাটো ট্রাফিক আইন ভাঙার মতো মামলায় জড়িত।