বাংলা নিউজ > ঘরে বাইরে > Army Base Named After CDS Gen Rawat: অরুণাচলে সেনার বেসের নামকরণ প্রয়াত CDS-এর নামে, জেনারেল রাওয়াতের নামে রাস্তাও
পরবর্তী খবর
অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর কিবিথু সামরিক বেস ক্যাম্পের নামকরণ করা হল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের নামে। শনিবার সামরিক বেসের নাম পরিবর্তনের অনুষ্ঠানে জেনারেল রাওয়াতকে সম্মান জানানো হয়। তিনি একসময় এই ক্যাম্পে গোর্খা রাইফেলসের ইউনিট ৫/১১-কে কমান্ড করেছিলেন। সেই সময় তিনি কর্নেল ছিলেন। (আরও পড়ুন: রবিবার ফের শিরোনামে গার্ডেনরিচ, মৃত তৃণমূল কাউন্সিলর পুত্র, বাবার অফিসে মিলল দেহ)