পাকিস্তানের হয়ে চরবৃত্তির দৃঢ় প্রমাণ মিলেছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে। যিনি কলকাতাতেও এসেছিলেন। সূত্রের খবর, এমনই তথ্য দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। তিন মাস তদন্তের পর হরিয়ানার থেকে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ২৫০০ হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে হিসার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
গত ১৬ মে গ্রেফতার হয়েছিলেন জ্যোতি মালহোত্রা। প্রথমে সাধারণ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব চ্যানেল চালালেও তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান সফরের সময় তিনি পাকিস্তানি গোয়েন্দা এজেন্টদের সংস্পর্শে আসেন। তারপর থেকে নিয়মিতভাবে সংবেদনশীল তথ্য আদানপ্রদান করতেন বলে অভিযোগ।
চার্জশিটে বলা হয়েছে, জ্যোতি দীর্ঘদিন ধরে পাকিস্তানি এজেন্টদের কাছে তথ্য সরবরাহ করছিলেন এবং একাধিক আইএসআই কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল।সূত্রের খবর, তদন্তে বিশেষভাবে উঠে এসেছে পাকিস্তানি হাইকমিশনের অফিসার এহসান-উর-রহিম ওরফে দানিশ আলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য। ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় তার মোবাইল ফোন থেকে ওই পাকিস্তানি কূটনীতিকের সঙ্গে একাধিক কথোপকথনের প্রমাণ পেয়েছে পুলিশ।শুধু দানিশ নয়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট শাকির, হাসান আলি এবং নাসির ধিঁলোর সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। নাসিরের সঙ্গে জ্যোতির কথোপকথনের তথ্যও উদ্ধার করেছে পুলিশ।
চার্জশিটে আরও বলা হয়েছে, জ্যোতি মালহোত্রা গত বছরের ১৭ এপ্রিল পাকিস্তানে যান এবং ১৫ মে ভারতে ফিরে আসেন। তারপর মাত্র ২৫ দিন পর ১০ জুন, তিনি চিন সফরে যান। তারপর নেপালে যান তিনি। একটি সূত্র জানিয়েছে, 'তদন্ত চলাকালীন, আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি যে ওই ইউটিউবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। এর আগে, যখন জ্যোতি মালহোত্রা কারতারপুর করিডোর দিয়ে পাকিস্তান গিয়েছিলেন। সেবার তিনি পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন এবং তার সাক্ষাৎকার নিয়েছিলেন।'
বর্তমানে জ্যোতি মালহোত্রা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে।২০২৩ সালের নভেম্বর থেকেই জ্যোতি মালহোত্রা দানিশ আলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে পুলিশের সূত্রের দাবি। গত ১৩ মে ভারত সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগে দানিশকে দেশ থেকে বহিষ্কার করে। শুধু জ্যোতিই নয়, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দেশের নানা প্রান্ত থেকে বেশ কয়েক জন গ্রেফতারও হয়েছেন।