নয়ডাকাণ্ডে নির্যাতিতার দেওর এবং শ্বশুরকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর আগে এই মামলায় নির্যাতিতা নিকির স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করেছিল পুলিশ। উল্লেখ্য, পণের দাবিতে স্বামী বিপিন ভাটি নিজের স্ত্রী নিকির গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল বলে অভিযোগ। শ্বশুরবাড়ির লোকজনরাও অনেক মারধর এবং অত্যাচার করেন নিকির ওপর। এই ঘটনায় ২৮ বছরের নিকি ভাটির মৃত্যু হয়। বিপিনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। নিকির স্বামী বিপিনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তার কোনও অনুশোচনা নেই। (আরও পড়ুন: বাংলাদেশিদের পুশ ব্যাক নিয়ে টানাপোড়েনের মাঝেই আজ ঢাকায় বৈঠকে বসবে BSF-BGB)
আরও পড়ুন: ভারত নিজের মর্জির মালিক, মার্কিন দাদাগিরির জবাবে বোঝালেন রাশিয়ায় নিযুক্ত দূত
এদিকে এই মামলার চলমান তদন্তে এবার নতুন তথ্য প্রকাশ্যে এল। শুধুমাত্র পণ নিয়েই নাকি ঝামেলা ছিল না নিকি এবং বিপিনের মধ্যে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে স্ত্রী কোনও রিল পোস্ট করুক, সেটা চাইত না বিপিন। এরই সঙ্গে সেই তরুণীর বিউটি পার্লার চালানোর ওপরেও 'নিষেধাজ্ঞা' ছিল বিপিনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী জানিয়েছেন, বিপিন পার্লারের ব্যবসার ঘোর বিরোধী। নিকি এর আগে আগে একটি পার্লার চালাতেন। সম্প্রতি সেটা ফের চালু করার কথা ভাবছিলেন নিকি। তাতে বিপিনের ঘোর আপত্তি ছিল। পুলিশ সূত্রে খবর, গত ২১ অগস্ট পার্লার খোলার নিয়ে নিকি ও তাঁর স্বামী বিপিনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। যেদিন নিকি খুন হন, সেদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি বিপিনকে পার্লার খোলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং সেদিনই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর পরিবারকে জানানো হয় যে তাঁদের মেয়ে জীবন্ত পুড়ে মারা গিয়েছে। (আরও পড়ুন: কীভাবে করা হয়েছিল ধর্ষণের ভিডিয়ো? কসবাকাণ্ডের চার্জশিটে বিবরণ দিল পুলিশ)
আরও পড়ুন: হাস্যকর দাবি ভান্সের, না জেনেই কি ভারতকে টেনে দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের?
পুলিশ বলেছে, 'বিপিন নিকিকে বলেছিল যে তাদের পরিবারে ইনস্টাগ্রামে রিল পোস্ট করা এবং পার্লার চালানো নিষিদ্ধ। এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি ঘোলাটে হয়ে ওঠে এবং বিপিন স্ত্রীকে মারধর করতে শুরু করে।' নিকির বোন কাঞ্চন এই একই পরিবারে বিবাহিত ছিলেন। তাঁর স্বামী রোহিতকেই পুলিশ আজ গ্রেফতার করেছে। তিনি এর আগে পুলিশকে জানিয়েছিলেন যে শ্বশুরবাড়ির লোকেরা তার বোনের মাথায় আঘাত করে এবং গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে। নিকির পরিবারের অভিযোগ, ৩৫ লাখ টাকা পণের দাবি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, বিপিনের ভাই রোহিতের সঙ্গে বিবাহিত কাঞ্চনকেও মারধর করা হত।