কলেজে নবীন বরণের উৎসব। আর তাতেই একধাক্কায় আক্রান্তের সংখ্যা ২৮১জন। এই ঘটনাকে ঘিরে ব্যপক উদ্বেগ ছড়িয়েছে কর্ণাটকে। এদিকে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনকে ঘিরে এমনিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে। এটি অত্যাধিক সংক্রামিত বলে বলা হচ্ছে। তার মধ্যেই কর্ণাটকে ফ্রেসার্স পার্টি একেবারে সুপার স্প্রেডার পার্টিতে বদলে গেল। করোনার নতুন প্রজাতিকে নিয়ে যখন আতঙ্ক ছড়াচ্ছে একটু একটু করে তখনই এই সুপার স্প্রেডার পার্টিকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে কর্ণাটকে। স্থানীয় সূত্রে খবর, দিন দশেক আগে ধারওয়ার জেলায় এসডিএম মেডিক্যাল কলেজে ফ্রেসার্স পার্টি ছিল। এদিকে প্রাথমিকভাবে দেখা যায় এই পার্টিতে যোগদানকারী ৬৬জন সংক্রামিত হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ২৮১জন সংক্রামিত হয়েছেন এই পার্টির জেরে।এদিকে এই ভয়াবহ সংক্রমণের জেরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই দুটি হস্টেল বন্ধ করে দিয়েছে। এদিকে শুধু কর্ণাটকেই নয়, রাজস্থানে একটি বেসরকারি স্কুলের ১২জন পড়ুয়া কোভিডে আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। পঞ্জাবের হোসিয়ারপুর জেলায় জওহর নবোদয় বিদ্যালয়ের ১৪জন ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে দুটি ক্ষেত্রে স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। হোসিয়ারপুরের জেলাশাসক জানিয়েছেন, কাছাকাছি গ্রামগুলিতেও পরীক্ষা করা হচ্ছে।