'অমিত ইঞ্জিনিয়ার্স' নামে এক সংস্থাকে এই বায়ো-ভ্যাকুয়াম টয়লেটের বরাত দিয়েছিল রেল। রেলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
প্রতীকী ছবি: রয়টার্স
রাজধানী এক্সপ্রেসে বায়ো-টয়লেট। স্বচ্ছ ভারতের প্রসার চেয়েছিল রেল। কিন্তু হল উল্টোটা। দুর্গন্ধে দুঃস্বপ্নে পরিণত হল রেলযাত্রা। পুরোটাই সম্ভাব্য 'দুর্নীতি'র কারণে।
গত মাসের ঘটনা। দিল্লি-বিলাসপুর রাজধানী এক্সপ্রেসে যাচ্ছিলেন এক যাত্রী। বায়ো-টয়লেট ব্যবহার করেন। কিন্তু ফ্লাশ করতে গিয়েই বিপত্তি। কমোড থেকে উল্টে ওই ব্যক্তির দিকেই ছিটকে বেরিয়ে আসে ব্যর্জ।
রাগে-লজ্জায় নাকাল অবস্থা হয় ওই যাত্রীর। এরপরেই রেল লিখিত অভিযোগ জানান তিনি। গত ১৫ এপ্রিল রেলের কাছে সেই অভিযোগ জমা পড়ে।
'অমিত ইঞ্জিনিয়ার্স' নামে এক সংস্থাকে এই বায়ো-ভ্যাকুয়াম টয়লেটের বরাত দিয়েছিল রেল। রেলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।