সম্প্রতি কর্ণাটকের পর্যটন শহর গোকার্ণায় দীর্ঘদিন দুই কন্যা সন্তানের সঙ্গে একটি গুহার ভেতরে থেকে সবাইকে হতবাক করে দিয়েছেন এক রাশিয়ান মহিলা। ওই রাশিয়ান মহিলার নাম নিনা কুটিনা।তাঁরা উদ্ধার হওয়ার কয়েক দিন পর এবার প্রকাশ্যে এলেন নিনার সঙ্গী। তাঁর নাম ড্রর গোল্ডস্টেইন এবং তিনি ইজরায়েলের নাগরিক। সঙ্গী ও সন্তানদের উদ্ধারের খবর পেয়ে তিনি জানিয়েছেন, এবার থেকে দুই মেয়ের সঙ্গে থাকতে চান তিনি।
গুহা থেকে উদ্ধার হওয়ার পর নিনা কুটিনা প্রশাসনকে জানিয়েছিলেন, তাঁর দুই মেয়ের বাবা একজন ইজরায়েলি ব্যবসায়ী। এমনকী তাঁর বড় মেয়ে জন্মেছিল গোয়ার এক গুহায়। এও জানা গেছে, নিনার সঙ্গে কয়েক বছর আগে পরিচয় হয় ড্ররের। তারপর প্রেম এবং দুই মেয়ের জন্ম। ছ’বছরের প্রেমা এবং চার বছরের আমা।এরপরেই ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর তরফে ওই ইজরায়েলি যুবকের সঙ্গে যোগাযোগ করা হয়। সন্তানদের খবর পেয়েই তুমাকুরুতে ডিটেনশন সেন্টারে পৌঁছন। কিন্তু বিশেষ কারণে তাঁকে ডিটেনশন সেন্টারে প্রবেশাধিকারে অস্বীকৃতি জানানো হয়।
আরও পড়ুন-ফুলছে পা! জটিল রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কী হয়েছে?
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ড্রর গোল্ডস্টেইন বলেন, 'আমার একটাই ইচ্ছে- দুই মেয়ের কাছে থাকতে চাই। আমি অভিভাবকত্ব ভাগ করে নেওয়ার দাবি করছি। আমি চাই ওদের সঙ্গে দেখা করতে, বাবা হিসেবে ওদের পাশে থাকতে।' তিনি আরও বলেন, 'আমি আমার দুই মেয়ের সঙ্গে দেখা করতে তুমাকুরুতে এসেছি। তারা এখানেই রয়েছে। কিন্তু অফিস থেকে বলল ম্যানেজার না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এক ঘন্টা পর যখন আসলেন, তখন তিনি আমাকে বললেন যে আমি ভেতরে যেতে পারব না। আমার এফআরও থেকে একটি লিখিত নথি দরকার।' নিনা কুটিনা প্রসঙ্গে তিনি বলেন, কুটিনা এবং দুই মেয়ের সঙ্গে তার শেষ দেখা হয়েছিল কয়েক মাস আগে গোকার্ণের সমুদ্র সৈকতে, যদিও তখন তিনি জানতেন না যে তারা রামতীর্থ পাহাড়ের একটি গুহায় বসবাস করছেন।
ড্রর গোল্ডস্টেইন বলেন, নিনা কুটিনা তাকে না জানিয়েই গোয়া ছেড়ে চলে গিয়েছিলেন ও তার নিখোঁজ হওয়ার অভিযোগও পুলিশের কাছে দায়ের করেছিলেন তিনি। এছাড়া বাবা হিসেবে তার মেয়েদের যৌথ কাস্টডি চান তিনি ও সরকার যাতে তাদের রাশিয়ায় পাঠাতে না পারে তার জন্য সব কিছু করতে প্রস্তুত তিনি।সূত্রের খবর, নিনা অনেক বছর আগে তাঁর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতে এসেছিলেন। তবে তাঁর বড় ছেলে ২১ বছর বয়সে মারা যান। অন্য ছেলের খোঁজ এখন অজানা।পুলিশ যখন নিনার পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত নথি দেখতে চায়, তখন প্রথমে তিনি কিছু বলতে চাননি। পরে জঙ্গলে তল্লাশি চালিয়ে গুহা থেকে উদ্ধার করা হয় তাঁর নথিপত্র। তাতে দেখা যায়, তিনি একবার ভারতে প্রবেশ করেছিলেন বিজনেস ভিসায়, যার মেয়াদ ছিল ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত। পরে ২০১৮ সালে নেপাল হয়ে আবার ভারতে প্রবেশ করেন। তারপর থেকে তিনি কার্যত অবৈধভাবেই ভারতে থাকছিলেন।
আরও পড়ুন-ফুলছে পা! জটিল রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কী হয়েছে?
গুহায় বসবাস প্রশ্নে নিনা কুটিনা বলেন, 'আমরা প্রকৃতি ভালোবাসি। গত ১৫ বছরে ২০টিরও বেশি দেশে জঙ্গলে থেকেছি। আমার সব সন্তানের জন্ম হয়েছে বিভিন্ন জায়গায়। নিজেরাই প্রসব করিয়েছি, কোনও হাসপাতাল বা ডাক্তারের সাহায্য নিইনি।'নিনা এবং তাঁর মেয়েদের রাশিয়ায় ফেরত পাঠাতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছে প্রশাসন।