
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দূরত্ব বাড়ছিল বলে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মধ্যেই উপ-মুখ্যমন্ত্রী কারও নাম না করে মন্তব্য করেছিলেন যে, কেউ যেন তাঁকে হালকাভাবে না নেন। তাতে মহারাষ্ট্রের মহাজোটে ফাটল নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পায়। অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন উপ-মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিরোধের কথা অস্বীকার করেছেন।
আরও পড়ুন : আইফোন দিয়ে জন্মদিনের বিরাট কেক কাটলেন একনাথ, ভাইরাল ভিডিয়ো
উপ মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বন্ধন ফেভিকলের মতো দৃঢ়। এছাড়া, তিনি জানান, তাঁর করা মন্তব্য জোটের কারও উদ্দেশ্যে নয়, প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ছিল। উল্লেখ্য, শিন্ডে বলেছিলেন, ‘যাঁরা আমায় হালকাভাবে নিয়েছিলেন, তাঁরা দেখেছেন ২০২২ সালে কী ঘটেছিল। আমি ঘোড়ার গাড়ি উল্টে দিয়ে জনগণের সরকার গঠন করেছি।’ শিন্ডে আরও বলেন, ‘যাঁরা যথেষ্ট বুদ্ধিমান, তাঁরা আমার বার্তা বুঝতে পারবেন।’ তবে কারও নাম অবশ্য করেননি উপ-মুখ্যমন্ত্রী।
পরে সন্ধ্যায় নাগপুর এবং গোন্ডিয়ায় শিবসেনা কর্মীদের সমাবেশে যোগ দিয়ে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতবিরোধের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমরা একটি দলের মতো কাজ করি, একটি শক্তিশালী দল। এটা ফেভিকল দিয়ে জোড়া, ভাঙবে না। কিছু লোক জোটে বিভেদ তৈরি করার চেষ্টা করবে, কিন্তু সফল হবে না।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও ঠান্ডা যুদ্ধ নেই।’
এদিকে, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরকে তীব্র আক্রমণ করেন শিন্ডে। তিনি বলেন, যে মানুষ তাঁদের এমন ধাক্কা দিয়েছে যে তাঁদের ঘরে বসে থাকতে বাধ্য করেছেন। তিনি আরও বলেন, বালাসাহেবের আদর্শ ত্যাগ করে এবং দলের সদস্যদের বহিষ্কার করায় জনগণ ইউবিটি গোষ্ঠীকে বড় ধাক্কা দিয়েছে। এখানেই থেমে না থেকে শিবসেনা প্রধান শিন্ডে উদ্ধবকে শোলে সিনেমায় অভিনেতা আসরানির দ্বারা করা চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এটা অনেকটা ব্রিটিশদের আমলের জেলারদের মতো। যখন তিনি বলেছিলেন যে বাকিদের তাঁর সঙ্গে আসা উচিত, তখন আসলে কেউ তাঁকে অনুসরণ করেনি। একনাথ বলেন, অনেক নেতা কর্মী ইউবিটি ছেড়ে দিচ্ছে। কারণ তাঁরা অবশেষে মুখোশের পিছনের আসল চেহারাটি দেখতে পেয়েছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports