মার্কিন চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবার আমেরিকার বাইরে নির্মিত সব সিনেমার উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন তিনি। এবার তাঁর নিশানায় সিনেমা। ট্রাম্পের ঘোষণার পর থেকেই শুল্ক আদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মার্কিন মুলুকে। যার প্রভাব পড়বে ভারতে প্রযোজিত সিনেমাগুলির উপরেও। এবার থেকে কোনও ভারতীয় ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাকে। (আরও পড়ুন: কথায় কথায় ভারতকে নকল পাকিস্তানের, ভয়ে কি মাথা 'ব্ল্যাঙ্ক' হয়ে গেল ইসলামাবাদের?)
আরও পড়ুন-'উপদেশদাতাদের প্রয়োজন নেই!' পহেলগাঁও আবহে ইউরোপকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, 'মার্কিন চলচ্চিত্র শিল্প ধুঁকছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে গোটা হলিউড।চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিয়োগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড এবং যুক্তরাষ্ট্রের অন্য অনেক জায়গা বিধ্বস্ত হয়ে পড়ছে। বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে। ফলে এটি দেশের জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান।তাই আমি বাণিজ্য দফতরকে বলব, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ কর আরোপ করা হোক।মার্কিন প্রেসিডেন্টের কথায়, বিদেশ সিনেমার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করছেন না তিনি। তবে দেশের আর্থিক ক্ষতি করে ভিন দেশের সিনেমাকে সুযোগ দেবেন না। ট্রাম্পের এই নির্দেশের পর শুল্ক আরোপের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য দফতরের সচিব হোয়ার্ড লুটনিক। (আরও পড়ুন: ভারতের নাম নিয়ে কান্নাকাটির পরিকল্পনা পাকিস্তানের? UNSC-র রুদ্ধদ্বার বৈঠক আজ)
আরও পড়ুন: ভারতের নৌমহড়ায় আতঙ্কে পাক? মনোবল বাড়াতে এগিয়ে এল 'বন্ধু', পাঠাল রণতরী
আরও পড়ুন: পাকিস্তানের লাগবে 'শক', ভারতের হবে লাভ! সিন্ধু নিয়ে নয়া পরিকল্পনা মোদী সরকারের
ঘটনাচক্রে, অভিষেকের আগে ট্রাম্প তিন হলিউড তারকা–জন ভোইট, মেল গিবসন এবং সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছিলেন। তাদের দায়িত্ব ছিল হলিউডের ব্যবসায়িক সুযোগ-সুবিধা প্রচার করা। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘দুর্দান্ত কিন্তু অত্যন্ত দুর্দশাগ্রস্ত স্থান’ বলে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বিদেশি সিনেমার উপর এই শুল্ক আরোপের প্রস্তাব এমন এক সময়ে করা হল, যখন চিন তাদের বাজারে হলিউড সিনেমার প্রবেশ কমিয়ে দিয়েছে। কারণ ট্রাম্প প্রশাসনের চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ মার্কিন সিনেমা শিল্পকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ ডিজনি, ওয়ার্নার ব্রোস, প্যারামাউন্ট-সহ বড় স্টুডিওগুলি অনেক সময় কম খরচ ও কর ছাড়ের সুবিধায় বিদেশে সিনেমা তৈরি করে।