আমেরিকান সংস্থাগুলি এবার নয়া প্রস্তাবিত গোল্ড কার্ড প্রকল্পের অধীনে ভারতীয়জের নিয়োগ করতে পারবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, 'একজন কেউ চিন, জাপান বা ভারত থেকে এসে হার্ভার্ডে বা হোয়ার্টনে পড়াশোনা করছে বা ইয়েলের মতো দুর্দান্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। তাঁরা নিজেদের ক্লাসে প্রথম স্থান অধিকার করছেন, চাকরির প্রস্তাব পাচ্ছেন... তবে সেই অফার বাতিল করা হচ্ছিল, কারণ কারও ধারণা ছিল না যে তাঁরা এই দেশে থাকতে পারবেন কি না।' (আরও পড়ুন: 'জ্ঞান দেওয়ার অবস্থায় নেই…', পাকিস্তানের ভণ্ডামি নিয়ে UNHRC-তে তোপ ভারতের)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে প্রভাবশালীর বিরুদ্ধে মিলেছে প্রমাণ? মা-বাবা কেন হঠাৎ দিল্লির পথে?
তবে কীভাবে এই গোল্ড কার্ড প্রকল্পে ভারতীয়দের নিয়োগ করা যাবে? ট্রাম্প জানিয়েছেন, সংস্থাগুলি এই গোল্ড কার্ড কিনতে পারবেন এবং এর মাধ্যমে ভিনদেশি পড়ুয়াদের নিজেদের সংস্থায় নিয়োগ করতে পারবেন। এদিকে ট্রাম্প বলেন, এতদিন ধরে মার্কিন অভিবাসন নীতির 'সঠিক মনেটাইজেশন' হয়নি। ট্রাম্প আরও বলেন, 'আমি চাই কর্মঠ মানুষজম আমেরিকায় থাকুক।' (আরও পড়ুন: পুণেকাণ্ডে প্রকাশ্যে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট, ধর্ষণ হয় দু'বার)
আরও পড়ুন: এমন ঘটনা কি আগেও ঘটেছে? পুনেতে বাসে পড়ে একাধিক কন্ডোম, অন্তর্বাস, মদের বোতল!
এর আগে সম্প্রতি মার্কিন অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনার ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, এবার থেকে আমেরিকার নাগরিকত্বের টিকিট 'বিক্রি' করা হবে। তিনি জানান, ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে অভিবাসীদের 'গোল্ডেন কার্ড' প্রদান করা হবে। তাঁর কথায়, এই গোল্ডেন কার্ড হবে গ্রিন কার্ডের 'প্রিমিয়াম সংস্করণ'। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন নাগরিকত্ব অর্জনের 'পথ খুলে দেবে' এই গোল্ড কার্ড। ট্রাম্পের কথায়, 'এই গোল্ড কার্ড নাগরিকত্বের রুট হবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন এবং কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন।' (আরও পড়ুন: বৈঠক BSF-এর সাথে, ক'দিন আগেই ভারতের ৫ কিমি এলাকা দাবি করা BGB এখন বলছে...)
আরও পড়ুন: ৬ দিনে দ্বিতীয়বার কলকাতায় দাম কমল সোনার, জানুন হলুদ ধাতুর আজকের রেট
আরও পড়ুন: মমতাকে নিয়ে ঠাট্টা করায় ব্যক্তির নামে ২০২২-এ হয় মামলা, 'ব্যর্থ' পুলিশকে HC বলল…
রিপোর্টে দাবি করা হচ্ছে, মার্কিন ইবি-৫ ভিসা প্রোগ্রামের বদলে আসতে চলেছে এই গোল্ড কার্ড প্রকল্প। এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক। এর আগে ইবি-৫ প্রকল্পে কোনও ব্যবসায়ী মার্কিন মুলুকে বিনিয়োগ করলে তিনি আমেরিকার ভিসা পেতন। আর এবার সরাসরি ৫ মিলিয়ন ডলারের মাধ্যমে 'গোল্ড কার্ড' কিনতে পারবেন ধনী ব্যক্তিরা। এদিকে গোল্ড কার্ড থেকে পাওয়া অর্থের কী হবে? মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক জানান, এই গোল্ড কার্ড বিক্রি করার টাকা সরাসরি সরকারের অ্যাকাউন্টে যেতে পারে। হাওয়ার্ড বলেছিলেন, 'ফালতু ইবি-৫ প্রোগ্রামের বদলে এই গোল্ড কার্ড চালু করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে তারা ৫ মিলিয়ন ডলার দিলে ভেটিংয়ের ঝামেলা থেকে মুক্তি পাবেন।' আর ট্রাম্প জানান, এই টাকা দিয়ে মার্কিন সরকার তাদের ঋণ মেটাবে।