পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একদিকে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, অন্যদিকে সোশাল মিডিয়াতেও যেন 'যুদ্ধ লেগে গিয়েছে'! এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে বিরুদ্ধে 'মিম হামলা' চালাচ্ছে। পালটা জবাব দিচ্ছে অন্য পক্ষও।এর মধ্যে সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা চলছে, তা হল সিন্ধুর জল। ভারত সরকারের হুঁশিয়ারি, সিন্ধুর জল পাকিস্তানকে আর পেতে দেওয়া হবে না। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেট নাগরিকদের দাবি, 'এই একটিমাত্র ভিডিয়োর মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প সারা পাকিস্তানকে ট্রোল করে দিয়েছেন'! যে ভিডিয়ো নিয়ে শোরগোল, সেটি আসলে ছোট্ট একটি ভিডিয়ো ক্লিপ। সেই ভিডিয়োয় ডোনাল্ড ট্রাম্প নিজেকে পিপাসার্ত হিসাবে দাবি করেছেন। এবং একটু জলের জন্য তাঁকে রীতিমতো 'কাতর মিনতি' করতে দেখা গিয়েছে। যদিও তার পুরোটাই আসলে মশকরা। ডোনাল্ড ট্রাম্পকে ওই ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, 'আহ...আহ... আমার জল চাই... আমাকে সাহায্য করুন... আমার জল চাই!'যাঁরা সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার বা পোস্ট করছেন, তাঁদের দাবি, ট্রাম্প আসলে এখানে পাকিস্তানকেই ব্যঙ্গ করার চেষ্টা করেছেন। কারণ, ভারত সিন্ধু চুক্তি রদ (ফ্রিজ) করে দেওয়ায় পাকিস্তান জলের অভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে!শুধু আমজনতা নয়। মহা উৎসাহে ট্রাম্পের এই ভিডিয়ো শেয়ার করছেন বিজেপি নেতা, কর্মীরাও। যেমন - বিজেপি নেতা তেজিন্দর বাগ্গা তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন।কিন্তু, আসল কথা হল, যেটা নেট নাগরিকদের একাংশ দাবি করছেন, তা কি আদৌ সত্যি? সত্যিই কি পাকিস্তানকে ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এর এককথায় এবং সোজাসাপটা উত্তর হল - 'না'। তিনি এমন কিছুই করেননি।বস্তুত, ট্রাম্পের এই আচরণের সঙ্গে পাকিস্তানের, ভারত-পাক সম্পর্কের, কিংবা সিন্ধু চুক্তি রদ - কারও কোনও সম্পর্ক নেই। তবে, ট্রাম্পের এই আচরণ নিঃসন্দেহে দেখতে মজাদার!আসলে ভিডিয়োটি একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে, তাতে বর্তমানের তুলনায় ট্রাম্পকে কম বয়সী লাগছে। এবং সেটাই স্বাভাবিক। কারণ, ওই ভিডিয়ো প্রায় আট বছরের পুরোনো - ২০১৩ সালের। নিউজ এইটিন এই ভিডিয়ো সংক্রান্ত তাদের প্রতিবেদনে জানিয়েছে, তারা 'ফ্যাক্ট চেক' করে দেখেছে, আসলে ট্রাম্পের যে আচরণটি ভাইরাল হয়েছে, সেই আচরণের মাধ্যমে তিনি আটবছর আগে মার্কিন রাজনীতিক মার্কো রুবিওকে তাঁর একটি ভুলের জন্য ব্যঙ্গ করেছিলেন।কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের সেই পুরোনো ভিডিয়োটি দেদার শেয়ার করা হচ্ছে। যাঁরা শেয়ার করছেন, তাঁদের একাংশ দাবি করছেন, এই ভিডিয়ো পাকিস্তানের উদ্দেশে করা। যা আদতে সত্যি নয়।