রাজ্যে শিল্পে প্রায় ১,২৫০ কোটি টাকা বিনিয়োগ করবে ধানসেরি গ্রুপের। বুধবার কারখানার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি পর্যায়ে এই বড় অঙ্কের বিনিয়োগের কথা জানিয়েছে কলকাতা-ভিত্তিক সংস্থা।
কোথায়?
বর্ধমানের পানাগড়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের অধিগৃহীত জমিতে কারখানা গড়া হবে। ধানসেরি গ্রুপকে চলতি বছরের শুরুতেই ৩৮ একর জমি দেওয়া হয়।
কীসের কারখানা?
চা, খাবার-দাবার ইত্যাদি ভোগ্যপণ্য প্যাকেটজাত করার উপাদান পলি-ফিল্ম। সেটিই উত্পাদন করা হবে এই কারখানায়।
প্রথম পর্যায়ে কত বিনিয়োগ?
ধানসেরি গোষ্ঠীর এগজিকিউটিভ চেয়ারম্যান চন্দ্রকুমার ধানুকা জানান, প্রথম পর্যায়ে পানাগড়ের কারখানায় ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০২৩ সালের মার্চের মধ্যে উত্পাদন শুরু হওয়ার কথা। ২০২৫-২৬ সাল নাগাদ সম্পূর্ণ কাজ শেষ হবে।

সেখানে কতজনের চাকরি হতে পারে?
প্রথম পর্যায়েই ২০০ জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে ধানসেরি গ্রুপ। কারখানাটি সম্পূর্ণ হয়ে গেলে প্রায় ১৫০০ জনের কাজের সুযোগ হবে বলে আশাবাদী তাঁরা।
আরও অন্যান্য ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা
পেট্রোকেমিক্যাল, চা, পলিয়েস্টার ও অন্যান্য বিভিন্ন ব্যবসায় আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা সংস্থার। আগামী ২০২৫-২৬ সালের মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য সংস্থার।