
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হাজারিবাগে একটি টোল প্লাজাতে কর্মরত এক যুবককে টেনে থাপ্পড় কষানোর অভিযোগ উঠেছে ঝাড়়খণ্ডের কংগ্রেস বিধায়ক উমাশঙ্কর আকেলার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা।
ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীকে নিয়ে তিনি টোল প্লাজার কেবিনে ঢুকেছিলেন। এরপর বচসা বেঁধে যায়। এরপর তিনি ওই স্টাফকে টেনে থাপ্পড় মারেন বলে অভিযোগ। পালটা ওই যুবক উদ্যত হলে থামিয়ে দেন নিরাপত্তারক্ষী।
টোল প্লাজার স্টাফই ফুটেজটি ফাঁস করেছে বলে দাবি করা হচ্ছে। বিধায়কের দাবি, আমি ভুল লেনে ঢুকে পড়েছিলাম। সেকারণে ওই ব্যক্তি খারাপ ব্যবহার করছিলেন। এদিকে ওই এলাকা আমার বিধানসভার মধ্যে পড়ে। সেকারণে জিজ্ঞাসা করেছিলাম আমাকে চেনেন কি না? তবে তিনি অত্যন্ত অপমানজনক ব্যবহার করেছিলেন। এরপরই বচসা হয়। পুলিশকেও বিষয়টি জানিয়েছি।
এদিকে বিজেপির দাবি আইন নিজের হাতে তুলে নিয়েছেন ওই বিধায়ক। তার বিরুদ্ধে এফআইআরের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি মুখপাত্র প্রতুল সহদেও জানিয়েছেন, শাসকদল ক্ষমতার মদে মত্ত। এক অসহায় কর্মীকে থাপ্পড় মারলেন বিধায়ক। পুলিশের এনিয়ে এফআইআর করা দরকার।
তবে টোল প্লাজার ম্য়ানেজারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ হয়নি এনিয়ে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports