এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সুরে পাকিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পহেলগাঁওয়ের বৈসরণ পর্যটকদের কাছে 'মাস্ট ভিজিট প্লেস'। কিন্তু গত মঙ্গলবার সেই অপূর্ব সুন্দর জায়গাতেই ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন ২৬ জন। আর সেই নৃশংস ঘটনার প্রতিবাদে হায়দরাবাদে মোমবাতি মিছিল করেছেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-'অমরনাথ যাত্রা সফল হবে!' পহেলগাঁও হামলায় সংশয়ে তীর্থযাত্রীরা, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর
মিছিল থেকেই কেন্দ্রের উদ্দেশ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, 'আমরা এবং ১৪০ কোটি ভারতবাসী আপনাদের পাশে আছি। পাকিস্তানকে দুই ভাগে ভাগ করে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করুন, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। এটা রাজনীতি করার সময় নয়।'
তিনি আরও বলেন, 'এমন সময়ে সন্ত্রাসবাদীরা আমাদের নাগরিকদের উপর হামলা করেছে, যখন দেশের ১৪০ কোটি মানুষ এই আক্রমণে বিদ্ধ হয়েছে। এখনই সময় কড়া জবাব দেওয়ার। তেলেঙ্গানার ৪ কোটি মানুষ এবং বিশ্বের কমপক্ষে ১০০টি দেশের প্রতিনিধিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছেন। আর আমরা এই লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করব।'
মুখ্যমন্ত্রী বলেন, '১৯৬৭ সালে, যখন আমাদের উপর চিন আক্রমণ করেছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন। তারপর ১৯৭১ সালে যখন পাকিস্তান আক্রমণ করেছিল, ইন্দিরাজি উপযুক্ত জবাব দিয়েছিলেন এবং পাকিস্তানকে দুটি ভাগে বিভক্ত করে বাংলাদেশ তৈরি করেছিলেন। এখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময়। আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে- আলোচনার সময় শেষ। উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে।'
আরও পড়ুন-'অমরনাথ যাত্রা সফল হবে!' পহেলগাঁও হামলায় সংশয়ে তীর্থযাত্রীরা, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর
অন্যদিকে এক্স পোস্টে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, 'আমরা সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী এবং হাজার হাজার ভারতীয়র সঙ্গে আমি পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে মোমবাতি মিছিলে অংশ নিয়েছিলাম।'
উল্লেখ্য বৃহস্পতিবারই বিহার থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলছি, ভারত জঙ্গিদের খুঁজে বের করে প্রত্যেককে শাস্তি দেবে। সন্ত্রাসবাদে ইতি টানবে ভারত। আমি সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই বিপদে পাশে দাঁড়িয়েছে।’