'সময় মতোই সফলভাবে হবে অমরনাথ যাত্রা।' জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পরে দেশবাসীকে আশস্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।পেহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর জঙ্গিহানায় প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ ভারতীয়। এছাড়াও বেশ কিছু মানুষ আহত। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এই জঙ্গিহানার প্রভাব পড়েছে পর্যটনের ওপর। চলতি বছর ৩ জুলাই শুরু হওয়ার কথা অমরনাথ যাত্রা। কিন্তু বর্তমানের উদ্ভূত পরিস্থিতিতে এই যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেক তীর্থযাত্রীদের মনেই। এই জঙ্গিহানা ঘটনার পরেই বহু পর্যটক বিভিন্ন ভ্রমণ সংস্থার কাশ্মীর-সহ অমরনাথ যাত্রা ট্যুর বাতিল করছেন।পাশাপাশি সন্ত্রাসবাদী হামলার কারণে কি এ বছর স্থগিত হয়ে যাবে অমরনাথ যাত্রা, সে প্রশ্নও উঠছে।
আরও পড়ুন-পাকিস্তানে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক! ব্যাপক ধস শেয়ার বাজারে, উধাও ১০ লক্ষ কোটি
এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, 'শীঘ্রই জম্মু ও কাশ্মীর ছন্দে ফিরবে।অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং এত সহজে কাশ্মীরকে উন্নয়নের রাস্তা থেকে বেলাইন করা যাবে না।' পাশাপাশি পাকিস্তানকে নিশান করে মন্ত্রী বলেন, 'আমরা সমস্ত পাকিস্তানি ভিসা বাতিল করেছি এবং সে দেশের নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছি। ভারত কোনও সন্ত্রাসবাদী দেশের সঙ্গে বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।' সন্ত্রাসবাদ সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা স্মরণ করে মন্ত্রী বলেন, 'এটি সেই মুহূর্ত যখন গোটা দেশ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তির সঙ্গে জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমরা ২৬/১১-এর পরে এটি করেছি এবং পুলওয়ামার পরেও এটি করেছি। আমরা সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করব, খুঁজে বের করব এবং শাস্তি দেব।'
পেহেলগাঁওয়ে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে গোয়েল বলেন, 'কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত ক্ষোভ রয়েছে। আমরা মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।গোটা দেশ ঐক্যবদ্ধ রয়েছে।'
আরও পড়ুন-পাকিস্তানে কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক! ব্যাপক ধস শেয়ার বাজারে, উধাও ১০ লক্ষ কোটি
উল্লেখ্য, চলতি বছর ৩ জুলাই থেকে শুরু করে অমরনাথ যাত্রা। চলবে ৯ অগাস্ট পর্যন্ত। এপ্রিল মাসের ১৫ তারিখ থেকেই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। সারা দেশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জেএন্ডকে ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের ৫৩৩টি শাখায় চলছে নথিভুক্তিকরণ।প্রতি বছর অত্যন্ত কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যে দিয়ে চলে অমরনাথ যাত্রা। এর আগে বারবার সন্ত্রাবাদী হামলায় রক্ত ঝরেছে এই তীর্থপথে। দুটি পথ ধরে অমরনাথে যাওয়া যায়। একটি পথ হল অনন্তনাগ জেলার মধ্যে দিয়ে নুনওয়ান-পহেলগাঁও রুট ধরে যাত্রা। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই পথ বেশি লম্বা হলেও এই পথে যাত্রা করা তুলনামূলক সহজ। আর অন্য পথটি হল গান্দারবাল জেলার মধ্যে দিয়ে বালতাল রুট ধরে যাত্রা। ১৪ কিলোমিটার দীর্ঘ এই পথ তুলনায় অনেকটাই ছোট হলেও এই পথ অনেক বেশি বন্ধুর।