বাংলা নিউজ > ঘরে বাইরে > Chaos at Gaya Station: গয়া স্টেশনে তুমুল হট্টগোল, ভিড় ঠেকাতে ভেতর থেকে বন্ধ ট্রেনের দরজা, রেললাইন অবরোধ
পরবর্তী খবর
Chaos at Gaya Station: গয়া স্টেশনে তুমুল হট্টগোল, ভিড় ঠেকাতে ভেতর থেকে বন্ধ ট্রেনের দরজা, রেললাইন অবরোধ
1 মিনিটে পড়ুন Updated: 30 Jan 2025, 06:50 PM ISTSatyen Pal
বিহারের গয়া রেল স্টেশনে ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের দরজা ভিতর থেকে বন্ধ দেখে প্রতিবাদে ট্র্যাক অবরোধ করেন।
গয়া স্টেশনে তুমুল হট্টগোল।
সিমরান সিং
বিহারের গয়া রেলওয়ে স্টেশনে যাত্রী বিক্ষোভ আছড়ে পড়ল। ক্ষুব্ধ যাত্রীরা অতিরিক্ত ভিড়ের প্রতিবাদে রেললাইন অবরোধ করে এবং ট্রেনের দরজা বন্ধ করে দেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রেললাইনের ওপর দাঁড়িয়ে আছেন, কেউ কেউ ট্রেনের দরজায় উঠে লোকো পাইলটসহ রেলকর্মীদের বিরুদ্ধে সরব হয়েছেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন যাত্রীরা দেখেন ট্রেনের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বেশি মানুষ উঠতে পারছেন না। মহাকুম্ভের ভিড়ের মধ্যে হাজার হাজার টিকিটবিহীন যাত্রী স্টেশনে ভিড় করছেন, কিছু যাত্রী আরও ভিড় এড়াতে ট্রেনের দরজা আটকে দেন বলে খবর।
দেখুন সেই ভিডিও:
সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, টিকিটবিহীন যাত্রীরা ট্রেনের কামরাগুলির মেঝে দখল করে রয়েছেন, যার মধ্যে সাধারণত এক্সক্লুসিভ ১ম, ২য় এবং ৩য় এসি কামরা রয়েছে। একেবারে তুমুল হট্টগোলের পরিস্থিতি।
মহাকুম্ভে পদপিষ্ট
এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ইতিমধ্য়েই ৩০ জনের মৃত্যু হয়েছে। হিন্দু ক্যালেন্ডারের অন্যতম শুভ দিন মৌনি অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পবিত্র স্নান করার জন্য জায়গার জন্য হুড়োহুড়ি করার সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন, অন্যদিকে বিরোধী নেতারা অব্যবস্থার অভিযোগ তুলে কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।