ওয়াশিংটন ডিসি-তে বিমান এবং হেলিকপ্টার সংঘর্ষে এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার করা গিয়েছ বলে জানা গেল। জানা গিয়েছে, যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, তাতে সর্বোচ্চ ৬৫ জন যাত্রী নিয়ে যাওয়া যায়। আর বিমানে দুর্ঘটনার সময় ছিলেন ৬০ জন যাত্রী। এছাড়া তাতে ছিলেন ৪ জন ক্রু সদস্য। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল কানাডায় তৈরি বম্বার্ডিয়ার সিআরজে-৭০১ টুই ইঞ্জিন জেট। এদিকে দুর্ঘটনার কবলে পড়া সামরিক হেলিকপ্টারটিতে ছিলেন ৩ জন সেনাকর্মী। (আরও পড়ুন: একদিনে ৭.৫ কোটি ভক্তের সমাগম, মহাকুম্ভে ডিউটি করতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীরও)
আরও পড়ুন: অসম্পূর্ণ থেকে গেল পুণ্যস্নানের সাধ, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত শালবনির বৃদ্ধাও
উল্লেখ্য, বুধবার রাতে স্থানীয় সময় ৯টার সময় ওয়াশিংটন ডিসির কাছে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষ হয় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে। সংঘর্ষের পরে বিমানটি পাশের নদীতে পড়ে যায়। দুর্ঘটনার কবলে পড়া কানসাস থেকে উড়েছিল। এদিকে দুর্ঘটনাস্থলটি হোয়াইট হাউজের থেকে খুব বেশি দূরেও নয়। এই দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সব উড়ান ওঠানামা স্থগিত করে দেওয়া হয়েছিল দীর্ঘক্ষণের জন্যে। (আরও পড়ুন: কীভাবে হেলিকপ্টারের সাথে ধাক্কা খেয়ে নদীতে ভেঙে পড়ল বিমান? ভাইরাল ATC অডিয়ো)
আরও পড়ুন: ষড়যন্ত্র-গুজবের তত্ত্বের পাশাপাশি ওঠে গুরুতর অভিযোগ,মহাকুম্ভে বড় পদক্ষেপ যোগীর
এদিকে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই সঙ্গে ভাইরাল হয়েছে এই দুর্ঘটনার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন। বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষের ঠিক ৩০ সেকেন্ড আগে সামরিক হেলিকপ্টারটিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রশ্ন করে, 'প্যাট২৫ (হেলিকপ্টারের কল সাইন), তুমি কি সিআরজে (বিমানটি) দেখতে পাচ্ছ?' এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলতে শোনা যায়, 'প্যাট ২৫, সিআরজের পিছন দিয়ে যাও।' তবে এই বার্তার কয়েক সেকেন্ড পরই সংঘর্ষ হয় সেই হেলিকপ্টার এবং বিমানের। এরপর অন্য একটি বিমান এটিসি-কে বলে, 'টাওয়ার, ওটা (সংঘর্ষ) দেখলে কি?'
অপরদিকে এই দুর্ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, একটি বিমান দূর থেকে উড়ে আসছে। রাতের অন্ধকারে বিমানের আলো দেখা যাচ্ছে। তারই সঙ্গে শহরের রাস্তার আলো আর চলন্ত গাড়ির আলোও দেখা যাচ্ছে। আচমকাই অন্ধকার আকাশে বিস্ফোরণ ঘটল। ছোট্ট একটি আলোর বিন্দু সেই বিমানের আলোতে গিয়ে যেন ধাক্কা মারল। এরপরই মাঝ আকাশে ক্ষণিকের জন্যে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। ততক্ষণের বিমানটি নীচে পড়ে যায়। আর ধোঁয়ার কুণ্ডলিটাও মিলিয়ে যায় কিছুক্ষণেই।