একই দিনে মহাকুম্ভে আগমন ঘটেছিল সাড়ে ৭ কোটি পূণ্যার্থীর। মৌনী অমাবস্যায় 'ব্রহ্ম মুহূর্তে' স্নান করতে হুড়োহুড়ি দেখা দেয় এতেই। আর এত লোককে শৃঙ্খলায় আনার চেষ্টা করে বুধবার রাতে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মীও। জানা গিয়েছে, পদপিষ্ট হওয়ার ঘটনায় অসুস্থ হয়েছিলেন সেই পুলিশকর্মী। পরে তিনি ডিউটিতে ফিরে যান। সেই সময় মৃত্যু ঘটে অসুস্থ সেই পুলিশকর্মীর। তাঁর নাম অঞ্জনি কুমার রাই, বয়স ৪৮ বছর। জানা গিয়েছে, বুধবার অসুস্থ অবস্থায় অঞ্জনি কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বুধবার বিকেলে তাঁর হাসপাতালে মৃত্যু ঘটে। (আরও পড়ুন: অসম্পূর্ণ থেকে গেল পুণ্যস্নানের সাধ, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত শালবনির বৃদ্ধাও)
আরও পড়ুন: কীভাবে হেলিকপ্টারের সাথে ধাক্কা খেয়ে নদীতে ভেঙে পড়ল বিমান? ভাইরাল ATC অডিয়ো
জানা গিয়েছে, অঞ্জনি রাই ভোরে অসুস্থ বোধ করায় মেলা ক্যাম্পে গিে ডাক্তার দেখান। সেখানে তাঁকে ওষুধ দেন চিকিৎসক। সেই ওষুধ খেয়ে ভালো বোধ করলে ডিউটিতে ফিরে যান অঞ্জনিষ তবে এরপরই মুখে ফেনা উঠে লুটি পড়েন সাব ইন্সপেক্টর পদে থাকা এই পুলিশকর্মীর। সেই সময় তাঁর ভাগ্নে সেখানেই ছিলেন। এরপর মেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঞ্জনি রাইকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। (আরও পড়ুন: ষড়যন্ত্র-গুজবের তত্ত্বের পাশাপাশি ওঠে গুরুতর অভিযোগ,মহাকুম্ভে বড় পদক্ষেপ যোগীর)
আরও পড়ুন: খলিস্তানি নেতা নিজ্জর খুনে ভারত যোগের নির্দিষ্ট কোনও প্রমাণ নেই: কানাডার রিপোর্ট
এদিকে আজ যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, এর জন্যে উচ্চপদস্থ কর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজি প্রয়াগরাজে গিয়ে স্নানের ঘাট দেখে আসবেন আজকে। এর আগে গতকাল গভীর রাত পর্যন্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন যোগী। এর আগে পূণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনার জেরে বিভিন্ন মহল থেকে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী একমাসের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা করার নির্দেশও দিয়েছেন যোগী। এদিকে মৃতদের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। (আরও পড়ুন: BSF-এর মহিলা জওয়ানের ওপর হামলার চেষ্টা, গুলি চলতেই ছুট বাংলাদেশিদের)
আরও পড়ুন: বঙ্গোপসাগরে রণতরী থেকে মিসাইল লঞ্চ, মহড়ায় বাংলাদেশের নৌবাহিনী
আরও পড়ুন: ভারতে ঢুকে বড় বড় গর্ত খুঁড়ছে বাংলাদেশিরা, দেখেই তাড়া গ্রামবাসীদের
পুলিশ-প্রশাসনের অনেকের মনেই ষড়যন্ত্রের তত্ত্ব উঁকি দিচ্ছে এই ঘটনাকে ঘিরে। আবার অনেকে দাবি করছেন, গুজব ছড়িয়ে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আবার সোশ্যাল মিডিয়ায় পূণ্যার্থীদের বয়ানের একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে, যেখানে দাবি করা হচ্ছে, লাল পতাকা নিয়ে কারা যেন ধাক্কা দিতে শুরু করেছিলেন, এর জেরেই এই বিপর্যয়। এই সব আপাত প্রমাণহীন অভিযোগের পাশাপাশি আরও একটি অভিযোগ উঠেছে। সাধু থেকে পূণ্যার্থীদের অনেকেরই প্রশ্ন, ভিভিআইপিদের জন্যে যেভাবে ব্যবস্থা রাখা হচ্ছে, সেই ব্যবস্থা আম জনতার জন্যে কোথায়? এই আবহে কড়া পদক্ষেপ করেছেন যোগী। এর মধ্যে ভিভিআইপি পাস নিষিদ্ধ করা হয়েছে। এদিকে মহাকুম্ভ মেলার প্রাঙ্গনে কোনও ধরনের যান চলাচল করা যাবে না।