বিস্ফোরণের শব্দে কাঁপল আমেরিকার নিউ ইয়র্ক। জানা গিয়েছে, নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের আপার ইস্ট সাইডের ৭০ তলা এক বিল্ডিং-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার জেরেই বিকট শব্দ শুনতে পাওয়া যায় বলে খবর। সঙ্গে সঙ্গে বের হতে থাকে ধোঁয়া ও আগুন। কালো ধোঁয়ায় ঢাকে ম্যানহ্যাটেনর আকাশ।
জোয়ান সোওমা ডেইলি মেইলকে বলেন, ‘আমি আগুনের ঠিক বিপরীতে আমার ভবন থেকে একটি বিস্ফোরণের শব্দ শুনেছি এবং বাইরে তাকিয়ে আকাশে সমস্ত ধোঁয়া দেখতে পেয়েছি।’ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা ভবনের ছাদে তীব্র আগুনের সাথে লড়াই করছেন এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ১০০ জনেরও বেশি দমকল এবং ইএমএস কর্মী বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। আগুন লাগার কারণ কী? ABC 7 অনুসারে, ভবনের বেসমেন্টে গ্যাস জমা হওয়ার ফলে তৃতীয় বিপদের আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ভবনের সুপারিনটেনডেন্ট বেসমেন্টে ছিলেন এবং বর্তমানে তিনি সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন।
( Janmashtami 2025 Tithi: জন্মাষ্টমী ২০২৫ সালের তিথি শুরু আজ রাতেই! থাকবে কতক্ষণ? দেখে নিন শুভ সময়কাল)
( বুধের গোচর আসছে! ধুন্ধুমার লাভ ৩ রাশিতে, কী কী প্রাপ্তি?)
নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। সেখানে নাইন্টি ফিফ্থ স্ট্রিট সেকেন্ড অ্যাভিনিউতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার ভিডিয়ো সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে। একের পর এক ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বিল্ডিং এ ঘটনাটি ঘটেছে তার উপরের তলায় দমকলবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামলাচ্ছেন। ঘটনায় আহতদের বিষয়ে এখনও প্রশাসনের তরফে সঠিকভাবে কিছু জানানো হয়নি।
ট্রাম্প-পুতিন বৈঠক:-
এদিকে, এই বিস্ফোরণ যেদিন ঘটল, সেদিন আলাস্কার বুকে হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আলোচনার টেবিলের অপর প্রান্তে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝে ট্রাম্প ও পুতিনের এই বৈঠক ঘিরে ব্যাপক কৌতূহলের পারদ চড়ছে গোটা বিশ্বের।
(বিস্তারিত আসছে)