প্রতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ঘিরে দেশ জুড়ে পালিত হয় উৎসব। এবারও সেই উৎসব আনন্দে দেশের মেতে ওঠার পালা। চলতি বছরে ১৬ অগস্ট পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রাক্কালে দেখে নিন জ্যোতিষ শাস্ত্রমতে কোন কোন রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের কৃপাধন্য। কোন কোন রাশি শ্রীকৃষ্ণের কৃপায় সুখ, স্বাচ্ছন্দ্য লাভ করে থাকেন।
বৃষ
বৃষ রাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাশিগুলির তালিকায় অন্যতম। দেব কৃপায় এই রাশির জাতক জাতিকারা খুবই উন্নতির শিখরে উঠতে পারেনম সঠিক পরিশ্রমের দ্বারা। এমনই মত জ্যোতিষশাস্ত্রের। তাঁরা কেরিয়ারেও অনেক সময় কঠিন অবস্থাতে সাফল্য পেয়ে চমক দিতে পারেন। এঁরা কঠিন পরিস্থিতি ভালোভাবে সামলাতে পারেন।
কর্কট
এই রাশির জাতক জাতিকারা নিয়মিত রূপে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করতে পারেন। জীবনে কোনও জিনিসের কমতি হয়না এঁদের। এঁদের জীবনে কঠিন পরিস্থিতিতেও কোনও রকমের কমতি হয়না। এঁরা দেব পুজো করেন। তাই জীবনে কোনও রকমের কমতি হয় না।
( UNGAতে যোগ দিতে সেপ্টেম্বরে কি আদৌ ট্রাম্পের দেশে যাচ্ছেন মোদী? এল বড় আপডেট)
( Lucky Zodiac Signs: সূর্যদেব আসছেন কৃপার মেজাজে! শক্তিশালী রাজযোগে অগস্টেই লাকি কারা?)
( Devguru Astrology: গুরুর চালে বদল! ২০২৬ পর্যন্ত সুখের বন্যা এই ৩ লাকি রাশিপ কপালে, বলছে জ্যোতিষমত)
( Mangal Blessing: ২০২৫ দুর্গাপুজোর মাসেই কপাল ফেরাবেন মঙ্গল! চাল বদলে কাদের করবেন কৃপা?)
সিংহ
এই রাশির জাতক জাতিকারা সাহসী আর পরাক্রমী হন। নিয়মিতভাবে শ্রীকৃষ্ণ উপাসনা করলে কাজে আসে সাফল্য। অনেক সময় আটকে থাকা কাজও সম্পন্ন হয়। এঁরা সাহসী হন আর পরাক্রমী ধরণের হন। এমনই মত জ্যোতিষশাস্ত্রের।
তুলা
তুলা রাশির ওপর শ্রীকৃষ্ণের দৃষ্টি থাকে। শ্রীকৃষ্ণের প্রিয় রাশির তালিকায় রয়েছে এই রাশিগুলি। এই রাশিগুলি শ্রীকৃষ্ণের প্রিয় রাশির মধ্যে অন্যতম। এই রাশির জাতক জাতিকারা বিভিন্ন সময়ে শুভ ফল পেয়ে থাকেন।
ধর্মীয় মান্যতা:-
হিন্দু ধর্মের মান্যতা অনুসারে, ভাদ্রমাসের মধ্যরাতে অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই জন্মাষ্টমী তিথি হিসাবে পালন করা হয়। কংস নিধনকারী শ্রী কৃষ্ণের জন্ম আগামিকাল ১৬ অগস্ট।
( LH থেকে সংগৃহিত তথ্য। এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)