
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাহুল গান্ধীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারের ফল ভুগতে হবে বিজেপিকে। এভাবেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে অল আউট আক্রমণে নামছে কংগ্রেস। সোশ্য়াল মিডিয়ায় একটি ভুয়ো খবরকে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এবার সরব কংগ্রেস। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লিতে এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর, সুব্রত পাঠক, ভোলা সিং ও বিধায়ক কমলেশ সাইনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে জানিয়েছেন, একটা সত্যি হল বিজেপির হাতে কোনও কাজ নেই। আর একটি সত্যি হল তারা যত ঘৃণা ও মিথ্যা কথা ছড়াবেন ততই বিজেপির বিষয়টি আরও পরিষ্কার হবে। এভাবেই গেরুয়া শিবিরকে নিশানা করেন কংগ্রেস নেত্রী।
পাশাপাশি কংগ্রেসের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর পরিবেশন করাটা এক ব্যাপার কিন্তু জঙ্গিদের সঙ্গে সেই প্লাটফর্মটা শেয়ার করার বিষয়টি সহ্য করা যায় না।
কংগ্রেস নেত্রী জানিয়েছেন, উদয়পুর হত্যার মতো একটি সংবেদনশীল বিষয় যেটা নিয়ে একটা হিংসার পরিবেশ তৈরি হয়েছে তা নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করার ধৃষ্টতা আপনারা দেখাচ্ছেন। এটা একটা ষড়যন্ত্র।
কংগ্রেসের দাবি, একজন জনপ্রতিনিধির উচিত সত্যকে সামনে আনা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা ও দেশের পরিত্রতা রক্ষা করা। তেলেঙ্গানায় প্রধানমন্ত্রীর বক্তব্য়কেও কটাক্ষ করেছে কংগ্রেস।
৳7,777 IPL 2025 Sports Bonus