একুশে বিধানসভা নির্বাচনের পরের ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে বহু মানুষের। ঘর ছাড়া আরও অনেকে। সম্প্রতি একের পর এক খুন, গণধর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যে। এই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন তথা ৩৫৬ ধরা প্রয়োগের প্রয়োজন বলে মনে করছে বিজেপি। এই দাবীতে গতকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন বিজেপি প্রভাবিত আইনজীবীদের সংগঠন। এছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই আইনজীবীরা। ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া মানুষদের নিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আইনজীবীরা। তাদের প্রশ্ন, কোনও হিংসায় কীভাবে সরকার মদত দিতে পারে?
ওই সংগঠনের আইনজীবী কবীর শঙ্কর দাস জানান, ‘আমরা সবাই মিলে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছি। আমাদের আবেদন পশ্চিমবঙ্গে আজকে যা অবস্থা তাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। গণতন্ত্র বলে কিছু নেই। প্রশাসনের মদত নিয়ে যেভাবে মানুষ খুন হচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, মায়েদের চোখে জল পরছে তাতে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনও উপায় নেই।’ রাষ্ট্রপতি তাদের কথা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং এনিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ওই আইনজীবী।