নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয়র। নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময়ে বাফেলোর কাছে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকবোঝাই বাসটি। ভারতীয় ব্যক্তি ছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। ভারতীয় ছাড়াও চিন এবং ফিলিপিন্সের নাগরিক ছিল ওই বাসে।
শনিবার এক বিবৃতিতে নিউ ইয়র্ক স্টেট পুলিশ নিহতদের শনাক্ত করেছে। নিহত যাত্রীরা হলেন বিহারের শঙ্কর কুমার ঝা (৬৫), নিউ জার্সির পূর্ব ব্রান্সউইকের বাসিন্দা পিঙ্কি চাংরানি (৬০), চিনের বেজিংয়ের বাসিন্দা জি হংঝুও (২২), নিউ জার্সির জার্সি সিটির বাসিন্দা ঝাং জিয়াওলান (৫৫) এবং নিউ জার্সির জার্সি সিটির বাসিন্দা জিয়ান মিংলি (৫৬)। ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক স্টেট পুলিশ ট্রুপ টি কমান্ডার মেজর আন্দ্রে রে জানান, বাসে দু’জন কর্মচারী ছাড়া বাকি সবাই ছিলেন পর্যটক। বেশিরভাগ যাত্রীই ভারত, চিন বা ফিলিপিন্সের বাসিন্দা।মোট যাত্রীর সংখ্যা ছিল ৫৪।এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন বাস চলক। দুর্ঘটনার সময়ে অনেকে আতঙ্কে বাসের জানলা থেকে লাফ মারায় আহত হন। অনেকে সিট বেল্ট না পরে থাকার কারণে সাংঘাতিক আহত হয়েছেন।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২.২২ মিনিটে বাফেলোর কাছে পেমব্রোকের ইন্টারস্টেট ৯০-এ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পড়ে যায় খাদে। দুর্ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারী দল। হেলিকপ্টার থেকে চলে রেসকিউ অপারেশন। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে অনেক যাত্রী আটকে পড়েছিলেন। পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা তাঁদের বার করে হাসপাতালে পাঠিয়েছেন।দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল পেমব্রোকের সমস্ত লেন।দুর্ঘটনার পরে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হেচুল এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘আমার টিম পুরো বিষয়টি দেখছে। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ এই ঘটনা নিয়ে নিউ ইয়র্কের সিনিয়র মার্কিন সিনেটর চাক শুমার বলেছেন, 'আমরা যাদের হারিয়েছি এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমি মর্মাহত। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।'