TMC-SP on JPC: PM-CM অপসারণ বিল নিয়ে 'গুগলি' তৃণমূল ও সমাজবাদী পার্টির, এবার কী করবে কংগ্রেস?
Updated: 24 Aug 2025, 08:54 AM IST Abhijit Chowdhury 24 Aug 2025 trinamool congress, derek o'brien, samajwadi party, jpc, prime minister, chief minister, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডেরেক ও'ব্রায়েন, জেপিসি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী অপসারণ বিলপাঁচবছরের জন্য জেল হতে পারে এমন কোনও অপরাধের মামলা... more
পাঁচবছরের জন্য জেল হতে পারে এমন কোনও অপরাধের মামলায় যদি কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ৩০ দিনের বেশি গ্রেফতার থাকেন, তাহলে তাঁর পদ চলে যাবে। এই মর্মে একটি বিল সম্প্রতি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলটি জেপিসিতে পাঠানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি