বিহার আর বিড়ি দুটোই শুরু হচ্ছে বি দিয়ে। তাই নাকি এতে অপরাধ নেই। জিএসটি কাউন্সিলের নয়া হার ঘোষণার পর কেরলের কংগ্রেস এমনটাই পোস্ট করল সোশাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো চরমে পৌঁছেছে বিতর্ক। পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। পোস্টটি শেয়ার করেন কংগ্রেস সাংসদ রশিদ আলভিও। তিনি প্রশ্ন তোলেন, কেন বিড়িতে ১৮ শতাংশ জিএসটি মকুব করা হল? ভোটের মুখে এই কাজ বিহারকে তুষ্ট করার চেষ্টা কি না তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
আরও পড়ুন - ভুয়ো IAS-কে দেখা যেত সরকারি বৈঠকেও! ব্যবসায়ী, পুলিশদের কীভাবে বোকা বানাতেন সৌরভ?
কত কর কমানো হয়েছে বিড়িতে?
প্রসঙ্গত, বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ঠিক করা হয়েছে জিএসটি করের নতুন হার। এই হার অনুযায়ী, অধিকাংশ দ্রব্যেই চাপানো হয়েছে ৫ ও ১৮ শতাংশ কর। যেসব দ্রব্যে ১২ ও ২৮ শতাংশ কর ছিল সেগুলি যথাক্রমে ৭ ও ১০ শতাংশ ছাড় পেয়েছে। কিন্তু কিছু দ্রব্যের উপর ৪০ শতাংশ কর চাপিয়েছে কেন্দ্র। এই তালিকায় রয়েছে, মদ, সিগারেট, বিভিন্ন তামাকজাত দ্রব্য। তালিকায় নেই শুধু বিড়ি। ১৮ শতাংশ কর কমানো হয়েছে বিড়িতে। আর তা নিয়েই শুরু তরজা। সোশাল মিডিয়ায় পোস্ট করে বিহারের সঙ্গে বিড়ির তুলনা টানে কেরলের প্রদেশ কংগ্রেস।
আরও পড়ুন - ভারতে বিক্রি হল টেসলার প্রথম গাড়ি! কিনলেন কে? কোন মডেল? প্রকাশ্যে ঝলক