বাংলায় ওয়াকফ নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তবে পড়শি রাজ্য অসম তুলনামূলক শান্ত। এই আবহে অসমের মুখ্যমন্ত্রী সম্প্রতি পুলিশের প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্টের প্রতিক্রিয়ায় এবার এআইইউডিএফ বিধায়ক তথা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পালটা তোপ দাগলেন হিমন্তকে। তিনি আইনি পথে ওয়কফ সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিজেপি অসমের মুসলিমদের থেকে তাদের জমি কেড়ে নিতে চায়। এরই সঙ্গে তিনি দাবি করেন, অসমের সব মুসলিমই খুব অসন্তুষ্ট। (আরও পড়ুন: ওয়াকফের নামে ফের অশান্ত মুর্শিদাবাদ, হাসপাতালে আগুন,BSF গুলি চালিয়েছে বলে অভিযোগ)
আরও পড়ুন: বাংলায় ওয়াকফ প্রতিবাদের নামে তাণ্ডবে 'বিরক্ত' তৃণমূলেরই বিধায়ক, বললেন...
বার্তাসংস্থা এএনআইকে রফিকুল ইসলাম বলেন, 'অসমের মুখ্যমন্ত্রীর এই ভ্রান্ত ধারণায় থাকা উচিত নয়। অসমের সমস্ত মুসলিম অসন্তুষ্ট। অসমের সকল মুসলিম চান এই বিল (ওয়াকফ সংশোধনী) বাতিল করা হোক। বিজেপি মুসলিমদের ওয়াকফ জমি কেড়ে নিচ্ছে। এটা হওয়া উচিত নয়, আমরা এটা হতে দেব না। আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ব এবং গণতান্ত্রিক উপায়েও প্রতিবাদ করব... অসমের মুসলমানরা খুবই দুঃখে আছে এবং আমরা বিজেপির বিরুদ্ধে। তারা আমাদের কাছ থেকে যে ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়।' (আরও পড়ুন: 'ওয়াকফ প্রতিবাদের নামে লুটপাট... থানায় হামলা হওয়ায় পুলিশ নিজেই পালায়')