রাজধানী দিল্লির বুকে পৌঁছেছে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'। দেশের বিভিন্ন রাজ্যে 'ভারত জোড়ো যাত্রা'কে নেতৃত্ব দেওয়ার পর রাহুল গান্ধী এবার পৌঁছলেন দিল্লিতে। এদিন, রাজধানীতে এই পদযাত্রায় যোগ দেন সনিয়া গান্ধী। মা সনিয়াকে সঙ্গে নিয়ে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় পথ হাঁটেন রাহুল। এছাড়াও এই পদযাত্রায় ছিলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট।
গান্ধী পরিবারের সকলে এই পদযাত্রায় অংশ নেন। উৎসবের মরশুমের মাঝে শহরে ব্যাপক জমায়েত দেখা যায় এই পদযাত্রাকে ঘিরে। এদিকে, রাহুল গান্ধী এই পদযাত্রার মাঝে তাঁর মা সনিয়ার সঙ্গে দেখা হতেই একটি ছবি শেয়ার করেন টুইটারে। সেই ছবির ক্যাপশনে রাহুল লেখেন, 'তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি,তাই ছড়িয়ে দিচ্ছি।' প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে কংগ্রেসের এই পদযাত্রা। কন্যাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত এই পদযাত্রা এগোবে বলে জানানো হয়েছে। সদ্য হরিয়ানা থেকে এই পদযাত্রা নিয়ে দিল্লিতে প্রবেশ করেছেন রাহুল গান্ধী। সেখানে কংগ্রেসের এই পদযাত্রা ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায়। এদিন পার্টির প্রাক্তন সভানেত্রী সনিয়াকে দেখা যায় মাস্ক মুখে রেখেই তিনি যোগ দিয়েছেন এই পদযাত্রায়। প্রসঙ্গত, কংগ্রেসের এই পদযাত্রার মাঝে কালো ছায়া পড়েছে করোনার। বিশ্বের একাধিক দেশে করোনা হু হু করে বেড়ে যেতেই সতর্কতার পথ নিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ইতিমধ্যেই রাহুল গান্ধীকে চিঠি লিখে জানিয়েছেন যে, তিনি যেন এই 'ভারত জোড়ো যাত্রা' ইতিমধ্যেই স্থগিত করে দেন। কারণ এই জমায়েত থেকে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। এদিকে এই পরিস্থিতিতে রাহুল গান্ধী পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার তাক করে এই যাত্রা বাতিলের আর্জিকে ‘বাহানা’ বলে ব্যাখ্যা করেছেন। এদিকে, আজ দিল্লিতে ছেলে রাহুলের সঙ্গে সনিয়া গান্ধীর একযোগে পদযাত্রা ঘিরে আরও একটি টুইট লেখেন সনিয়া গান্ধী। সেখানে তিনি লেখেন, ‘এই মুহূর্তটি তৈরি হয়েছে কারণ পুত্র গিয়েছিল দেশকে একাত্ম করতে এরপর তার দেখা হল মায়ের সঙ্গে। ভারত জোড়ো যাত্রা পৌঁছল দিল্লিতে।’ উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা এবার লাল কেল্লায় প্রবেশ করছে। এমনই পরিকল্পনা আগে থেকেই রয়েছে। এছাড়াও দিল্লিতে জওহরলাল নেহরু, মহত্মা গান্ধী, রাজীব গান্ধীর স্মৃতিতে এদিন শ্রদ্ধা অর্পণ করে কংগ্রেস। গোটা পদযাত্রা ঘিরে এদিন ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা। কার্যত গোটা দিল্লি জুড়ে এই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।