বাংলা নিউজ > ঘরে বাইরে > UK expels Russian diplomat: ‘ক্রেমলিনের ভয় দেখানো সহ্য করা হবে না’, রাশিয়ার কূটনৈতিক আঙিনার ২ জনকে পাল্টা বহিষ্কার ইউকের
পরবর্তী খবর
UK expels Russian diplomat: ‘ক্রেমলিনের ভয় দেখানো সহ্য করা হবে না’, রাশিয়ার কূটনৈতিক আঙিনার ২ জনকে পাল্টা বহিষ্কার ইউকের
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2025, 08:08 AM ISTSritama Mitra
UK expels Russian diplomat and diplomatic spouse: ব্রিটেনের বিদেশমন্ত্রকের সচিব ডেভিড ল্যামি বলেন,' আমরা ক্রেমলিনের নিরলস এবং অগ্রহণযোগ্য ভয় দেখানোর প্রচার, অথবা যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তাদের বারবার প্রচেষ্টা সহ্য করব না।'
ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে পুতিনের দেশের প্রতি নিজের মনোভাব আগেই স্পষ্ট করেছে ব্রিটেন। এই পরিস্থিতিতে ক্রমাগত দুই দেশের মধ্যে কূটনৈতিক আঙিনায় বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনা উঠে আসছে। কিছুদিন আগেই রাশিয়া, ব্রিটেনের দুই কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে তাঁদের বহিষ্কার করে। যার পাল্টা হিসাবে, ব্রিটেন সদ্য তাদের দেশ থেকে রাশিয়ার কূটনৈতিক আঙিনার ২ জনকে বহিষ্কার করেছে।
ইউকের বিদেশসচিব ড্যাভিড ল্যামি সদ্য ডেকে পাঠিয়েছিলেন লন্ডনে অবস্থিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন কে ডেকে পাঠিয়েছিলেন। তিনি সাফ জানান, সেদেশ থেকে এক রুশ কূটনীতিক ও অপর এক কূটনীতিকের স্ত্রীকে বহিষ্কার করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে, ব্রিটেনের দুই কূটনীতিককে বহিষ্কার করেছিল রাশিয়া। তার জবাবে ব্রিটেন থেকে রাশিয়ার কূটনৈতিক আঙিনার দুজনকে বহিষ্কারের রাস্তায় হাঁটল ইউকে। এছাড়াও সুর চড়া করে ইউকের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন,'গত বারো মাস ধরে, রাশিয়া ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং সমন্বিত হয়রানি চালিয়েছে, তাদের কাজ সম্পর্কে বিদ্বেষপূর্ণ এবং সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলেছে।' ব্রিটিশ বিদেশমন্ত্রকের বার্তা, রাশিয়া এই সমস্ত পদক্ষেপ করে মস্কোতে ব্রিটিশ দূতাবাস বন্ধ করার পথে হাঁটতে চায়। এক এক্স পোস্টে ব্রিটেনের বিদেশমন্ত্রকের সচিব ডেভিড ল্যামি বলেন,' আমরা ক্রেমলিনের নিরলস এবং অগ্রহণযোগ্য ভয় দেখানোর প্রচার, অথবা যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তাদের বারবার প্রচেষ্টা সহ্য করব না।' তবে রাশিয়া ছেড়ে ওই দুই ব্রিটিশ কূটনীতিক কবে যাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস দাবি করেছিল, রাশিয়ায় অবস্থিত দুই ব্রিটিশ কূটনীতিক সেদেশে ঢুকতে চেয়ে তাঁদের জাল পাসপোর্ট ও ভুয়ো ব্যক্তিগত তথ্য দিয়েছেন। রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রেও তাঁদের কর্মকাণ্ড সুবিধাজনক নয় বলে বার্তা দিয়েছিল মস্কো। তারপরই ৩ দিনের মধ্যে পাল্টা পদক্ষেপে জবাব দিল ইউকে। জানা যাচ্ছে, রাশিয়া এই ২ ব্রিটিশ কূটনীতিককে সেদেশ ছাড়তে ২ সপ্তাহের সময় দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে পশ্চিমী দেশগুলি ও রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের পরম্পরা জারি রয়েছে।