ইলন মাস্কের সাধের টেসলা। দাউদাউ করে জ্বলছে অত্যাধুনিকতম প্রযুক্তির সেই গাড়ি।গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অন্তত ৬টি টেসলা গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। টেসলা গাড়ি বহনকারী একটি ট্রাকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে এই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন-ট্রাম্পের কোপে পড়ে পদক্ষেপ ভারতের! তুলো আমদানিতে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের
এবিসি৭-র প্রতিবেদন অনুসারে, গত শনিবার বিকেল ৫ টা ৩৫ মিনিট নাগাদ লস অ্যাঞ্জেলেসের সিলমারের গোল্ডেন স্টেট (৫) ফ্রিওয়ের দক্ষিণমুখী লেনে ঘটনাটি ঘটে। আচমকা একটি ট্রাকে আগুন লেগে যায়। সে সময় ওই ট্রাকে ৮টি টেসলা গাড়ি ছিল। বিধ্বংসী আগুনের গ্রাসে ৮টি গাড়িই পুড়ে গিয়েছে। তবে ৬টি গাড়ি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়েই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে শুরু করে। রাত সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটির সামনের দিকটি দাউ দাউ করে জ্বলছে।কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ট্রাকের সামনে থাকা গাড়িগুলি প্রথমে আগুনের সংস্পর্শে আসে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পিছনের গাড়িগুলি তেমনভাবে পুড়ে যায়নি।
আরও পড়ুন-ট্রাম্পের কোপে পড়ে পদক্ষেপ ভারতের! তুলো আমদানিতে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের
ট্রাকটিতে আগুন লাগার পর ওই রাস্তায় গাড়ি চলাচলের গতি কমিয়ে আনা হয়। পুলিশ, দমকলকর্মী এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ধ্বংসাবশেষ পরিষ্কার করার পর পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে তদন্তে পুলিশের অনুমান, টেসলা গাড়িগুলিতে যে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় তার কারণেই আগুন লেগেছে। এগুলি দাহ্য পদার্থ।তবে টেসলার সাপ্লাই চেইনের ভাইস প্রেসিডেন্ট রোশন থমাস একটি পোস্টে বলেন, এটি থার্ড-পার্টি লজিস্টিকস সেমি-ট্রাকে আগুন লেগেছিল।সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ধন্যবাদ, চালক ঠিক আছেন; দুর্ভাগ্যবশত টেসলাসের ক্ষতি হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্রাহকদের জন্য গাড়িগুলি প্রতিস্থাপন করার চেষ্টা করব। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।' এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্রাক চালক আগুন লাগার পর নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হন।