আইনি বিপাকে বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী, রাজ প্রকাশ-সহ ২৯ জন দক্ষিণী তারকা।অনলাইন বেটিং অ্যাপের প্রচারের কারণে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা ইডির নজরে রয়েছেন দক্ষিণের বড় বড় তারকারা। ইতিমধ্যে ২৯ জন তারকার বিরুদ্ধে বেটিং অ্যাপ অনুমোদনের জন্য মামলা দায়ের করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা, প্রভাবশালী এবং অসংখ্য ইউটিউবার। (আরও পড়ুন: ভারতের পড়শির ওপর ৩০% শুল্ক ট্রাম্পের, চিঠিতে ভুল নাম লিখলেন রাষ্ট্রপ্রধানের)
আরও পড়ুন: ঋতুস্রাব হচ্ছে কিনা তা দেখতে স্কুলে নগ্ন করা হল ছাত্রীদের, ধৃত প্রিন্সিপাল
সূত্রের খবর, রানা দগ্গুবতী, বিজয় দেবেরাকোণ্ডা ছাড়াও আরও যে অভিনেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে আছেন প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নগল্লা, শ্রীমুখী প্রমুখ। আধিকারিকরা জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলাটি হায়দরাবাদ সাইবার পুলিশের দায়ের করা একটি এফআইআরের উপরে ভিত্তি করে করা হয়েছে।এই মামলাটি মূলত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সঙ্গে জড়িত রয়েছে। ইডি বিভিন্ন ধরনের ব্যক্তিদের প্রচারমূলক কার্যকলাপের বিষয়টি নিয়ে তদন্ত করেছে যারা এই বেটিং অ্যাপের প্রচার সমর্থন করেছিল। এর ফলে ব্যবহারকারীরা বেআইনি অনলাইন বেটিং অ্যাপে অংশ নিতে উৎসাহিত হয়েছিল। এর আগে তেলাঙ্গানায় পুলিশ অবৈধ বেটিং অ্যাপ অনুমোদনের অভিযোগে জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার-সহ বেশ কয়েকজন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। (আরও পড়ুন: ভারতকে 'বিবেক ও নৈতিকতার' পাঠ পড়াতে এল ইউনুসের বাংলাদেশ)
জানা গেছে, ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছিল। তারকাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের পাবলিক জুয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।এর আগে মার্চ মাসে অবৈধ বেটিং অ্যাপ প্রচারের সঙ্গে যুক্ত অভিনেতাদের বিরুদ্ধে প্রাথমিক মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগকারীদের মতে এই বেটিং অ্যাপগুলি তাদের প্ল্যাটফর্মে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করে এবং এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এগুলিতে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ টাকার লেনদেন। আর এর ফাঁদে পা দিয়ে বহু পরিবার দুর্দশার দিকে চলে গিয়েছে। এফআইআরে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অ্যাপের প্রচারে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের এই অ্যাপগুলিতে অর্থ বিনিয়োগে উৎসাহিত করে, এর ফলেই ব্যাপক অস্থিরতা দেখা দেয়।হায়দরাবাদ এবং সাইবারাবাদ পুলিশ এর আগে বিশাখাপত্তনম, সূর্যপেট, সাইবারাবাদ এবং অন্যান্য এলাকায় এই তারকাদের বেশিরভাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে 'হেরো পার্টি' পাক বন্দনায় চিন, নিজেদের সম্মান বাঁচাতেই এই কাণ্ড
সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তাঁরা অ্যাপগুলির প্রকৃত কার্যপ্রণালী জানতেন না। তাঁরা শুধুমাত্র বিজ্ঞাপন বা প্রমোশনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছিলেন এবং কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। ইডি তাঁদের মধ্যে কয়েকজনের জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, যাঁরা এই অ্যাপের মাধ্যমে প্রতারিত হয়েছেন, তাঁদের খোঁজ করা হচ্ছে এবং আরও এফআইআর সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।