ইমেয়েনে ধৃত কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য কেন্দ্রীয় সরকার যাতে কূটনৈতিক চ্যানেলে হস্তক্ষেপ করে, সেই দাবি জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। ১৪ জুলাই সেই মামলার শুনানি হতে চলেছে। বৃহস্পতিবার বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার জন্য প্রবীণ আইনজীবী আর বসন্ত দ্বারা উত্থাপিত হয়েছিল। আদালত প্রাথমিক শুনানির জন্য অনুরোধটি মঞ্জুর করেছে এবং ১৪ জুলাই এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। (আরও পড়ুন: ঋতুস্রাব হচ্ছে কিনা তা দেখতে স্কুলে নগ্ন করা হল ছাত্রীদের, ধৃত প্রিন্সিপাল)
আরও পড়ুন: মোদীর নতুন বন্ধুর ওপর ৫০% শুল্ক 'সম্রাট' ট্রাম্পের, শুরু নয়া বাণিজ্য যুদ্ধ
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ১৬ জুলাই। ইয়েমেনের নাগরিক তালাল আবদো মেহদিকে হত্যার দায়ে ৩৭ বছর বয়সি নিমিশা প্রিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। এই আবহে ভারত সরকার তার জীবন বাঁচাতে হস্তক্ষেপ করতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার। (আরও পড়ুন: ভারতকে 'বিবেক ও নৈতিকতার' পাঠ পড়াতে এল ইউনুসের বাংলাদেশ)
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে 'হেরো পার্টি' পাক বন্দনায় চিন, নিজেদের সম্মান বাঁচাতেই এই কাণ্ড
উল্লেখ্য, ইয়েমেনের এক নাগরিককে হত্যার অভিযোগে ২০১৭ সাল থেকে ইয়েমেনের কারাগারে রয়েছেন প্রিয়া। রিপোর্টে দাবি করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়ার কথা। এই আবহে ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে তারা এই কেসে সমস্ত বিকল্প খতিয়ে দেখছে। আর এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিল ইরান। এদিকে নিমিশার হাতে খুন হওয়া ইয়েমেনি নাগরিক তালাল আবদো মেহদির পরিবারের সঙ্গে দেখা করতে সেই দেশে যাচ্ছেন ভারতের সমাজকর্মী স্যামুয়েল জেরোম ভাস্করন। (আরও পড়ুন: বেজায় চটেছেন মহুয়া, এবার 'শ্বশুরবাড়ি' বয়কটের হুঁশিয়ারি মহুয়ার)
আরও পড়ুন: ভারতের পড়শির ওপর ৩০% শুল্ক ট্রাম্পের, চিঠিতে ভুল নাম লিখলেন রাষ্ট্রপ্রধানের
নিমিশা প্রিয়া ছিলেন কেরলের পলক্কড় জেলার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে ইয়েমেনে নিজের স্বামীর সঙ্গে থাকতেন তিনি। ২০১৪ সালে তাঁর স্বামী এবং মেয়ে ভারতে ফিরে আসে। এদিকে ২০১৬ সালে ইয়েমন থেকে যাতায়তে নিষেধাজ্ঞা জারি করে ভারত। সেই সময় ইয়েমেনের একটি প্রাইভেট হাসপাতালে কাজ করতেন। সেখানেই তলাত আবদো মেহদির সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। (আরও পড়ুন: ভারতের কোনও রাজ্যের চিনের সঙ্গে সীমান্ত নেই… বেজিংয়ের আঁতে ঘা দিয়ে বিস্ফোরক পেমা)
পরবর্তীতে প্রিয়াকে মেহদি একটি ক্লিনিক খোলার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। কারণ ইয়েমেনে কোনও বিদেশি নাগরিক যদি ক্লিনিক খুলতে চায়, তাহলে তাকে স্থানীয় কারও সঙ্গে পার্টনারশিপে তা খুলতে হবে। সেই কারণেই মেহদিকে প্রয়োজন ছিল প্রিয়ার। এই আবহে ২০১৫ সালে মেহদির সাহায্যে ক্লিনিক খোলে প্রিয়া।
পরে মেহদির সঙ্গে মতপার্থক্য দেখা দেয় প্রিয়ার। মেহদি প্রিয়ার থেকে তাঁর পাসপোর্ট ছিনিয়ে নেয়। এর জেরে সেই দেশেই আটকে পড়েন তিনি। এদিকে প্রিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিত মেহদি। এর জেরে মুসলিম দেশে পুলিশের সাহায্যও পায়নি প্রিয়া। নানান ভাবে প্রিয়াকে অত্যাচারও করত মেহদি। পরে কোনও ভাবে প্রিয়া পুলিশে অভিযোগ জানিয়েছিলেন মেহদির নামে।
২০১৬ সালে গ্রেফতারও হয় মেহদি। পরে অবশ্য সে ছাড়া পেয়ে যায়। এরপর ২০১৭ সালের ২৫ জুলাই মেহদিকে ঘুম পাড়ানো ইনজেকশন দেয় প্রিয়া। তাঁর উদ্দেশ্য ছিল, লুকিয়ে রাখা পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ভারতে ফিরে আসা। তবে সেই ইনজেকশনের ওভারডোজে মৃত্যু হয় মেহদির। প্রিয়া এক বান্ধবীকে সঙ্গে নিয়ে মেহদির দেহটি কেটে ক্লিনিকের ট্যাঙ্কে রেখে তারা পালায়।
পরে ২০১৮ সালে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন প্রিয়া। পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিশা প্রিয়া। ২০১৮ সাল থেকে আদালতে লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। অবশ্য সেদেশের শীর্ষ আদালতেও সেই মামলায় হেরে যান প্রিয়া। এই আবহে গত জানুয়ারি মাসেই প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন দিয়েছিলেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল-আলিমি।