১। এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন, আমার টাকা ফেরত দিন! নিয়ে নিন এই খেলনা।
বিক্রেতা বললেন, কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। এটা তো সহজে ভাঙেও না।
ভদ্রমহিলা বললেন, এটা ভাঙে না, কিন্তু এই খেলনা দিয়ে ঠুঁকে ঠুঁকে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।
(আরও পড়ুন: একঘেয়েমিকে বলুন বাই বাই! মনখুলে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
২। ভিজিটিং আওয়ার শেষ হয়েছে অনেক আগেই। তখন হন্তদন্ত হয়ে এক তুখোড় তরুণী তার অল্প পরিচিত প্রেমিক ডাক্তারের সঙ্গে দেখা করতে এল। ঢুকেই সে সুপারিনটেনডেন্টকে বলল, ‘ম্যাডাম, আমি কি ডাক্তার উইলিয়ামসের সঙ্গে দেখা করতে পারি?’
সুপারিনটেনডেন্ট বললেন, ‘আপনি কে সেটা কি জানতে পারি?’
মৃদু হেসে তরুণী বলল, ‘নিশ্চয়ই, আমি তার বোন।’
সুপারিনটেনডেন্ট একটু তাকিয়ে থেকে বলল, ‘আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম তোমায় দেখে। আমি ডা. উইলিয়ামসের মা।’
(আরও পড়ুন: একটু হাসুন, হাসলে দিন ভালো কাটে! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৩। এক সদ্য বিবাহিত দম্পতি ঠিকমতো বনিবনা না হওয়াতে গিয়েছেন ম্যারেজ কাউন্সিলরের কাছে।
কাউন্সিলর: এত অল্পতেই হাল ছেড়ে দিলে চলবে? একে অপরকে ভালোবাসুন। সব ঠিক হয়ে যাবে। ভালোবাসাটাই আসল। এই আমি ২৫ বছর ধরে বিবাহিত। প্রায়ই ইচ্ছে হয় ওকে খুন করে ফেলি। কিন্তু করি না, কারণ আমি তাকে ভালোবাসি। তাছাড়া খুন করাটাও বেআইনী!
(আরও পড়ুন: রবিবার মানে শুধু সানডে নয়, Fun Day’ও! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে)
৪। হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক মহিলা। পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন, এই যে ভাই শুনছেন, আমার বর হারিয়ে গিয়েছে।
পোস্টমাস্টার: তো পোস্ট অফিসে এসেছেন কেন? থানায় যান।
মহিলা: ওহ্! তাই তো! দুঃখিত ভাই। আসলে খুশিতে কী যে করব, বুঝে উঠতে পারছি না!
(আরও পড়ুন: কাজের চাপ একটু ভুলে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন একদম মনের আনন্দে)
৫। মা: মলি, আস্তে কথা বলো! চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছ কেন? দেখো না রনি কেমন চুপচাপ খেলছে?
মলি: এটা আমাদের খেলারই অংশ মা। খেলায় রনি বাবা সেজেছে, যে কি না দেরি করে অফিস থেকে ফিরেছে। আর আমি তুমি সেজেছি!