মঞ্চই তাঁর পৃথিবী, মঞ্চই তাঁর জীবন। মায়ের মৃত্যুর পর দাহকাজ সেরেই সোজা মঞ্চে পৌঁছেছিলেন নিজের দায়িত্বপালনে। বহু বছর ধরে নাট্যজগতে উজ্জ্বল নাম পৃথ্বীশ রানা। ব্যক্তিগত জীবনেও তিনি বেশ অমায়িক ও সজ্জন ব্যক্তি বলেই পরিচিত। বৃহস্পতিবার রাতে তাঁকেই অজ্ঞাত কারণে ভয়াবহ হামলার শিকার হতে হল। দমদমের বাড়িতে রাত নটা সাড়ে নটা নাগাদ এক দল দুষ্কৃতী চড়াও হয়ে বেধড়ক মারধর করে পৃথ্বীশকে। কিন্তু কেন এই মারধর, কারা এই দুষ্কৃতী, এখনও পর্যন্ত জানা যায়নি। পৃথ্বীশের দীর্ঘদিনের সহকর্মী পার্থসারথি রাহা শুক্রবার দুপুর নাগাদ ফেসবুকে একটি পোস্ট করে এই অভিযোগ করেন। সেখান থেকেই ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে।
আরও পড়ুন - আয়ুর্বেদিক ওষুধেও দেদার সাইড এফেক্ট! সবচেয়ে নিরাপদ কোন ওষুধ? জানাল সমীক্ষা
নাটক বন্ধ রাখার হুঁশিয়ারি
দীর্ঘদিন ধরেই পৃথ্বীশ ‘ব্রাত্যজন’ নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত। একাধারে তিনি যেমন নাট্য নির্দেশক, আলোকসজ্জার তুখোড় শিল্পী, তেমনই বলিষ্ঠ নাট্য সংগঠক। তাঁকে কেন এমন নারকীয় নির্যাতনের শিকার হতে হল, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। নাট্যজগতের অনেকেই ঘটনাটির চরম নিন্দা করেছেন। যতদিন না এই ঘটনার সুবিচার হয়, ততদিন নাটক বন্ধ রাখবেন বলে জানিয়েছেন নাট্যকর্মী পার্থসারথী।
আরও পড়ুন - ৩ বছর ধরে টানা ঋতুস্রাব! থামছে না কোনও ওষুধেই, বিরল রোগের শিকার এই ক্রিয়েটর
‘হঠাৎ পৃথ্বীশ কেঁদে…’
পার্থসারথী শুক্রবার তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘ওর সাথে নাটকের বিষয় নিয়েই কথা বলছিলাম।…কথপোকথনের মাঝেই হঠাৎ পৃথ্বীশ কেঁদে ফেলতেই আমি বললাম, কী হয়েছে তোমার? ও বললো শরীর ভালো নেই পার্থ। সারা শরীর ব্যাথা। খুব যন্ত্রণা হচ্ছে।’ প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বাকি ঘটনা সহকর্মীকে জানান পৃথ্বীশ। প্রসঙ্গত কিছু দিন আগেই হার্টে বড় অস্ত্রোপচার হয় তাঁর। চারটে স্টেন্ট বসানো হয়। শারীরিকভাবে এখনও ভীষণ দুর্বল তিনি। তার মধ্যেই এই হামলা।
হামলার নিন্দায় বাংলার বাইরের শিল্পীরা
শুক্রবার দুপুরে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই একের পর এক নাট্যকর্মী বিষয়টি নিয়ে সরব হয়েছেন। নির্বিবাদী শিল্পী পৃথ্বীশের উপর হামলার নিন্দা করেছেন দেশের বিভিন্ন প্রান্তের নাট্যব্যক্তিত্বরাও। অনেকেই এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। নাটক বন্ধ রাখবেন বলেও জানিয়েছেন পার্থসারথিসহ অন্যান্য কর্মীরা। ঘটনার সম্ভাব্য কারণ জানতে পৃথ্বীশ রানার সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।