বাংলা নিউজ > টুকিটাকি > ধানের শিস, হাঁস না নারীর মুখ? কোনটা প্রথমে চোখে পড়ল? কার মন কেমন, বলে দেবে প্রশ্নটার উত্তর
পরবর্তী খবর
অপটিক্যাল ইলিউশন আমাদের চোখের কঠিন পরীক্ষা নেয়। তবে একই সঙ্গে এটি মনের পরীক্ষাও নিতে জানে। কার মন কেমন, তা বলে দিতে পারে চোখের ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন। এবারের অপটিক্যাল ইলিউশন তেমনই। উপরের ছবিতে দেখা যাচ্ছে ধানের শিস। কেউ অবশ্য ধানের শিসের বদলে দেখতে পাবেন একটি হাঁস, কেউ আবার দেখতে পাবেন একজন মহিলাকে। কিন্তু প্রথম দেখায় কী দেখলেন? এটাই জানান দেবে আপনার মন মানসিকতার।
আরও পড়ুন - একজন নন, এই ছবিতে পুরুষটির সঙ্গে রয়েছেন ২ জন মহিলা! দেখতে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
যদি প্রথমেই ধানের শিস চোখে পড়ে
যদি প্রথমেই ধানের শিস কারও চোখে পড়ে, তাহলে তিনি সম্ভবত একজন চুপচাপ স্বভাবের মানুষ, কিছুটা মুখচোরা। তিনি একটু শান্তিতে থাকতে ভালোবাসেন। নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। পাশাপাশি নিজের কেরিয়ারের দিকে, এগিয়ে চলাকে বেশি মূল্য দেন। এছাড়াও তিনি নানা খুঁটিনাটি বিষয়ে মনোযোগী, ভালো শ্রোতা।আরও পড়ুন - গভীর জঙ্গলে লুকিয়ে এক প্রজাপতি! খুঁজে পেলে আপনার আইকিউকে টেক্কা দেওয়া কঠিন, সময় মাত্র ৫ সেকেন্ড