
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্রেমের শহর প্যারিসেই নতুন শুরু, হাঁটু গেড়ে বসে, ২,৭৩৮টি হলুদ গোলাপ দিয়ে প্রপোজ করেছেন অলিম্পিকের স্বর্ণপদক জয়ী। আমেরিকার হয়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টির পর এবার রোম্যান্সে মন দিয়েছেন জাস্টিন বেস্ট। এই জুনিয়র ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার, প্যারিস অলিম্পিকে আমেরিকার হয়ে সোনা জিতে নিয়েছিলেন।
এই মাসের শুরুতে, জাস্টিন বেস্ট, তাঁর তিন মার্কিন সহযোগীর সঙ্গে, রোয়িংয়ে আমেরিকার হয়ে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতে নিয়েছিলেন। এরপরই প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার তাঁর রোমান্টিক প্রপোজালের ভেন্যু হয়ে দাঁড়িয়েছিল। নিউজ ওয়েবসাইট টুডে জানিয়েছে, স্বর্ণপদক জয়ী জাস্টিন বেস্ট লাইনি ডানকানকে লাইভ টিভিতেই প্রপোজ করেছিলেন।
আরও পড়ুন: (Hum Aapke Hai Koun: কোথায় হারিয়ে গেল ‘হাম আপকে হয় কৌন ’- এর টাফি? উত্তর কিন্তু বেশ মজাদার)
সে যেন এক সিনেম্যাটিক দৃশ্য ও সংলাপ। বিনিয়োগ বিশ্লেষক এবং অলিম্পিক চ্যাম্পিয়ন ডানকানের সামনে হাঁটু গেড়ে বসে বলেছিলেন, লাইনি অলিভিয়া ডানকান, তুমি আমার জীবনের ভালবাসা, আমি সেদিন জানতে পেরেছিলাম তুমি আমার জন্য বিশেষ, যেদিন আমি তোমাকে বলেছিলাম, আমি অলিম্পিকে যেতে চাই, তুমি তখনই কোনও প্রশ্ন ছাড়াই বলেছিলে, 'হ্যাঁ, একেবারে। অবশ্যই এগিয়ে যাও। এরপরেই চ্যাম্পিয়নের আদুরে দাবি, তুমি অপূর্ব সুন্দর. অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত দয়ালু তুমি, আমি এমন কাউকে চিনি না যে তোমায় ভালবাসে না।
তারপরেই, নিজের মনের ইচ্ছাটা লাইনির কাছে খুলে বলেছেন ২৬ বছর বয়সী বেস্ট, এটি আমার জীবনের সবচেয়ে সহজ প্রশ্ন হতে চলেছে। আমি তোমার সঙ্গে আমার বাকি জীবন কাটাতে এবং এক সঙ্গে আমাদের একটি পরিবার বাড়াতে চাই। লাইনি, তুমি কি আমাকে বিয়ে করবে? ডানকানও মনে মনে চাইতেন বেস্টকে। মনের মানুষের বিবাহের প্রস্তাবে নিজেকে আটকাতে পারেননি। তৎক্ষণাৎ সম্মতি দিয়ে প্রায় আনন্দের কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: (Hiroshima Day: দুঃস্বপ্নের ৭৯ বছর, কিন্তু তাও কেন পালন করা হয় হিরোশিমা দিবস)
আরও পড়ুন: (Bangladesh Protest: কেমন আছে ওপার বাংলা? ‘৩৬ জুলাই’-এর পরদিন ফোনে HT বাংলা শুনল সাধারণের কণ্ঠস্বর)
এদিন হলুদ গোলাপের কারণ ব্যাখ্যা করে, বেস্ট বলেছেন, প্রতিটি হলুদ গোলাপ এমন একটি দিনের প্রতিনিধিত্ব করে যেদিন আমি এবং তুমি এক সঙ্গে ছিলাম। আমরা স্ন্যাপচ্যাটের মাধ্যমে যোগাযোগ করেছি। আমাদের ভালবাসা এখন সত্যিই অমর হয়ে গিয়েছে। আমি তাই, খুব খুশি। এটি আমার জীবনের সেরা দিন।
৳7,777 IPL 2025 Sports Bonus