বাংলা নিউজ > টুকিটাকি > No sex on the beach: নগ্ন থাকায় আপত্তি নেই, ‘সমুদ্রের ধারে সেক্স করবেন না প্লিজ’, অনুরোধ ছোট্ট শহরের
পরবর্তী খবর
No sex on the beach: নগ্ন থাকায় আপত্তি নেই, ‘সমুদ্রের ধারে সেক্স করবেন না প্লিজ’, অনুরোধ ছোট্ট শহরের
1 মিনিটে পড়ুন Updated: 12 Jun 2023, 07:05 PM ISTSuman Roy
No sex on the beach: সমুদ্রের ধারেই সঙ্গমে লিপ্ত হচ্ছিলেন বহু পর্যটক। তাতে রীতিমতো রেগে গিয়েছেন শহরের বাসিন্দারা। কড়া পদক্ষেপের হুমকিও দেওয়া হল।
নগ্ন হয়ে রোদ পোহান কিন্তু আর কিছু নয়— বলছে এই ছোট্ট শহর
সমুদ্রের ধারে গায়ে রোদ লাগাতে অনেকেই পছন্দ করেন। আর এই শহরটির সেই কারণেই বেশ সুনাম। সেখানে বিনাবস্ত্রে সৈকতে শুয়ে গায়ে রোদ লাগাতে পারেন যে কেউ। একেবারে নগ্ন হয়ে রোদস্নানের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, তা দেখার জন্য এই শহরে আছে বিশেষ কমিটিও। কিন্তু সেই রোদস্নান অনেকের ক্ষেত্রেই পরিণত হচ্ছে যৌনসঙ্গমে। রীতির সুযোগ নিয়ে যৌনসুখ উপভোগ করছেন বহু পর্যটক। আর তাতেই বিরক্ত শহরের বহু মানুষ। শেষ পর্যন্ত শহরের প্রশাসনকে বিষয়টি সামলাতে আসরে নামতে হয়েছে। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসের ভিয়ের শহরে।
এই শহরের সমুদ্র সৈকতের খুব নামডাক। খুব বেশি পর্যটক আসেন না এখানে। আর তাই সৈকতও থাকে বেশ ফাঁকা ফাঁকা। ফলে একানে নিজের মতো করে সময় কাটাতে পারে পর্যটকরা। শুধু তাই নয়, স্থানীয়রাও এই সুবিধা ভোগ করেন। কিন্তু বিষয়টি অন্য দিকে চলে যাচ্ছে। এমনই অভিযোগ তাঁদের। বহু পর্যটকই বিষয়টিকে প্রকাশ্যে যৌনসম্পর্কে লিপ্ত হওয়ার মতো করে ব্যবহার করছেন। প্রশাসনের তরফে বলা হয়েছে, শহর সংলগ্ন বালুকারাশি, সৈকতে অনেকেই য়ৌনসম্পর্কে লিপ্ত হচ্ছেন। এতে অস্বস্তিতে পড়ছেন অনেকে।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ‘কমলা সূর্য’ নামে একটি ক্যাম্পেন চালু করা হয়েছে। প্রকাশ্যে যাতে কেউ এভাবে যৌনসম্পর্কে লিপ্ত হতে না পারেন, তা দেখা হবে এতে। সৈকত জুড়ে বেশ হোর্ডিং বসানো হয়েছে। সেখানে পরিষ্কার করে লেখা হয়েছে, প্রকাশ্যে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। তেমন কাউকে ধরা গেলে আইনি পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে।