
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জাপানিদের আমরা যেভাবে দেখি, বা তাঁদের পূর্বপুরুষদের সম্পর্কে আমাদের যা ধারণা রয়েছে, সে তুলনায় অনেক আলাদা জাপানিরা। জাপানি জনগণের জেনেটিক দিক সম্পর্কে, আমরা আগে যা ভেবেছিলাম তার চেয়ে এটি অনেক বেশি জটিল। জাপানে প্রায় ৩,২০০ জনের ডিএনএ নিয়ে একটি নতুন গবেষণার ফলাফল থেকে বিস্মিত হয়ে গিয়েছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: (Bizarre: পর্নোগ্রাফি নয়, এই 'স্টুপিড' জিনিস সার্চ করতেই কাজ গেল যুবকের! ব্যাপারটা কী)
মানুষ আগে বিশ্বাস করত যে দুইটি প্রধান দল থেকে জাপানিদের উৎপত্তি। পূর্ব এশিয়ার ধান চাষি অভিবাসী, এবং এক ধরনের আদিবাসী জাতি, নাম জোমন, শিকার ছিল এদের পেশা। কিন্তু রিকেন-এর সেন্টার ফর ইন্টিগ্রেটিভ মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে অন্য তথ্য। এই গবেষণার উত্তর-পূর্ব এশিয়া, বিশেষ করে এমিশি মানুষদের একটি তৃতীয় গোষ্ঠীর খবর পাওয়া গিয়েছে। গবেষণার প্রধান গবেষক চিকাশি তেরাও এ প্রসঙ্গে, আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে জাপানের জনসংখ্যা তাদের অঞ্চলের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে বিভক্ত।
এই বিজ্ঞানীরা উত্তরে হোক্কাইডো থেকে দক্ষিণে ওকিনাওয়া পর্যন্ত অঞ্চলগুলিকে কভার করে জাপানের মানুষের উপর সবচেয়ে বড় জেনেটিক গবেষণা করেছে। হোল-জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করে, বিজ্ঞানীরা পুরানো পদ্ধতির তুলনায় আরও সহজেই অনেক বেশি বিস্তারিত জেনেটিক তথ্য সংগ্রহ করতে পেরেছেন। এ থেকে তাঁরা বেশ কিছু আকর্ষণীয় বিষয়ও জানতে পেরেছেন।
গবেষণায় দেখা গিয়েছে যে কীভাবে বিভিন্ন পূর্বপুরুষেরা জাপানের বিভিন্ন অঞ্চলের জেনেটিক্সে অবদান রাখে। উদাহরণস্বরূপ, ওকিনাওয়ার লোকেদের জোমন বংশের সঙ্গে সংযোগ রয়েছে। আবার পশ্চিম জাপানের লোকেদের জেনেটিক্স হান চিনাদের সঙ্গে জড়িত। উত্তর-পূর্ব জাপানে আবার এমিশি বংশের হদিস মিলেছে। এটাই প্রমাণ দেয় যে এলাকার উপর নির্ভর করে জেনেটিক ব্যাকগ্রাউন্ড ব্যাপকভাবে বদলে যেতে পারে।
আরও পড়ুন: (Comet: বেঙ্গালুরুর আকাশে এক রহস্যময় রঙিন আলো, ঠিক ৮০০০০ বছর পর ঘটল এই বিরল জ্যোতির্বিদ্যার ঘটনা)
গবেষকরা এমন কিছু বিরল জেনেটিক বৈচিত্রের কথা জানতে পেরেছেন, যা পূর্বপুরুষ এবং জাপানিদের স্থানান্তর সম্পর্কে নানান সূত্র প্রকাশ করতে পারে। গবেষণায় ডেনিসোভান এবং নিয়ান্ডারথালদের মতো প্রাচীন মানব প্রজাতি থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জিনগুলিও পরীক্ষা করা হয়েছে। এ প্রসঙ্গে তেরাও বলেন, 'আমরা জানতে চাই কেন এখনও আধুনিক মানুষের মধ্যে প্রাচীন ডিএনএ দেখা যায়।'
গবেষণা করে, বিজ্ঞানীরা এমন কিছু নির্দিষ্ট জেনেটিক মার্কারগুলি খুঁজে পেয়েছেন, যা কল্পনার বাইরে। কেন বেশ কিছু অংশে জাপানিদের মধ্যে নির্দিষ্ট রোগের ঝুঁকি বেশি দেখা যায়, তা অনায়াসেই জানতে সাহায্য করতে পারে এই গবেষণা। বিজ্ঞানীরা আশা করছেন যে এই গবেষণা জাপানিদের মধ্যে দীর্ঘস্থায়ী লিভার রোগ, উচ্চ রক্তচাপ এবং শ্রবণশক্তি হ্রাসের মতো স্বাস্থ্য সমস্যাগুলির বোঝাপড়া এবং চিকিৎসার উন্নতি করতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports